India Corona : চলছে করোনার ওঠানামা, ১৬ হাজারের কাছাকাছি দেশের দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু
Corona Vaccination : দেশে এখনও পর্যন্ত ৮৭.৯৯ কোটি করোনা পরীক্ষা হয়েছে। এদিকে দেশে এখনও পর্যন্ত ২০৭.৭১ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সী ৩.৯৭ কোটিকে দেওয়া হয়েছে ভ্যাকসিন।

নয়াদিল্লি : দেশে করোনা-গ্রাফের (Corona) ওঠানামা চলছেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮১৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৫৬১। এদিকে, দেশে দৈনিক করোনার পজিটিভিটি রেট এই মুহূর্তে ৪.৩৬ শতাংশ। আর সাপ্তাহিক করোনা পজিটিভিটি রেট ৪.৭৯ শতাংশ।
যদিও গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৯। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৯৯৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লক্ষ ৩৯ হাজার ৩৭২।
#Unite2FightCorona
— Ministry of Health (@MoHFW_INDIA) August 13, 2022
➡️ 15,815 New Cases reported in last 24 hours. pic.twitter.com/klzs6bXVDt
দেশে এখনও পর্যন্ত ৮৭.৯৯ কোটি করোনা পরীক্ষা হয়েছে। এদিকে দেশে এখনও পর্যন্ত ২০৭.৭১ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সী ৩.৯৭ কোটিকে দেওয়া হয়েছে ভ্যাকসিন।
এদিকে, রাজ্যে (West Bengal) ফের বেড়েছে করোনা সংক্রমিতের (Covid19) সংখ্যা। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ১,২৭৩ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২০,৮৮,৯৮৮ জন। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন।
চোখ রাঙাচ্ছে মাঙ্কি পক্সও
উপসর্গ নিয়ে একদিন আগেই মারা গিয়েছেন এক রোগী (Monkeypox Symptoms)। কেরলে (Kerala) ফের এক মাঙ্কিপক্স আক্রান্তের (Monkeypox Infection) হদিশ মিলেছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছেন ওই ব্যক্তি। তাঁর শরীরে মাঙ্কিপক্স ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে কেরল সরকার। এই নিয়ে কেরলে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ জনে ঠেকল। মঙ্গলবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ পঞ্চম মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নতুন করে যে ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়েছে, তাঁর বয়স ৩০ বছর।
মাস্ক পরা থেকে ভিড় এড়িয়ে চলা, করোনা প্রতিরোধে সতর্কতাই সবচেয়ে বড় মূলধন। সেকথাই বারবার মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- বাচ্চারা স্কুলে যাক, শুধু এইভাবে সতর্ক থাকতে হবে, জানুন চিকিৎসকদের পরামর্শ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
