(Source: ECI/ABP News/ABP Majha)
India Corona Cases Updates : দেশে দু'লক্ষ ছাড়াল দৈনিক সংক্রমণ, মৃত ১০৩৮
প্রতিদিনই আগের দিনের পরিসংখ্যানকে ছাপিয়ে যাচ্ছে দৈনিক সংক্রমণ। ভয়ঙ্কর হয়ে ওঠার বার্তা দিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন দু লক্ষ সাতশো উনচল্লিশ জন।
দিল্লি : দেশে ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষ। এখনও পর্যন্ত একদিনের আক্রান্তের হিসেবে যা সবথেকে বেশি।
কমার নাম নেই । উল্টে বেড়েই চলেছে করোনার গ্রাফ। যা স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত একদিনে দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,০০,৭৩৯ জন। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪০,৭৪,৫৬৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৭,১৮৭৭ জন।
পরিসংখ্যান বলছে, নিত্যদিন বেড়েই চলেছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১,০৩৮ জন। যা দেশের করোনা মৃত্যুর সংখ্যাকে একধাপে ১,৭৩,১২৩-তে পৌঁছে দিয়েছে। তবে এত মৃত্যুর মধ্যেও আশা জাগাচ্ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত করোনা যুদ্ধে জয়ী হয়েছেন, ১,২৪,২৯,৫৬৪ জন।
বিশ্বের করোনা পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, এখন কোভিডে সবথেকে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। এর ঠিক পরেই রয়েছে ভারত। দেশের এই করোনা পরিস্থিতির ফলে প্রতিদিন কোভিড টেস্টের সংখ্যা বাড়াতে বলছে স্বাস্থ্যমন্ত্রক। সব মিলিয়ে এখনও পর্য়ন্ত দেশে করোনা
পরীক্ষা হয়েছে ২৬,২০,০৩,৪১৫ জনের। ১৪ এপ্রিল এই কথা জানিয়েছে 'ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ'(আইসিএমআর)। বুধবারই যার মধ্যে ১৩,৮৪,৫৪৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে দেশে। সব মিলিয়ে ১১,৪৪,৯৩,২৩৮ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।
দেশের বর্তমান করোনা পরিস্থিতি বলছে, সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। কোভিড ১৯ নিয়ন্ত্রণে বুধবার রাত থেকেই করোনা কার্ফু জারি করেছে মহারাষ্ট্র সরকার। সেখানে বহু বিধিনিষেধের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আগামী ১মে পর্যন্ত সিনেমা,সিরিয়াল ও বিজ্ঞাপনের শ্যুটিংয়ের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।কেবল কাজের দিনে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। বিয়েবাড়িতে ২৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
তবে ছাড় দেওয়া হয়েছে গণপরিবহণের মতো বিষয়গুলি। রাজ্যবাসীর জন্য বাস, ট্রেন পরিষেবা চালু রাখা হয়েছে। কার্ফু থেকে ছাড় দেওয়া হয়েছে, সব্জি, ফল, বেকারি ও প্রয়োজনীয় জিনিসপত্রে কেনাকাটার ওপর। এই বিক্রেতাদের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। ৫,৪৭৬ কোটি টাকার রিলিফ প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে খাদ্য সুরক্ষা যোজনার সুবিধাভোগীদের জন্য ৩ কেজি গম ২ কেজি চাল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আগামী ১ মাস এই খাদ্যশস্য বিনামূল্যে বিলি করবে মহারাষ্ট্র সরকার। এছাড়াও 'শিব ভোজন থালি'র ব্যবস্থা করা হয়েছে।যেখানে একমাসে ২ লক্ষ থালি বিনামূল্যে বিতরণ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।