India Corona Update: দেশে বাড়ল দৈনিক মৃত্যু, একদিনে আক্রান্ত ৩১ হাজারের বেশি
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের।
নয়াদিল্লি: দেশে করোনায় (India Corona Update) দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লেও কমল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ২২২।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৪৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২২ লক্ষ ২৪ হাজার ৯৩৭। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪২ জন।
অক্টোবরেই দেশে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ। এদিকে ডেল্টা প্লাসের পর করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। নাম C.1.2। বিশেষজ্ঞদের মতে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণ ছিল ডেল্টা স্ট্রেন। এবার উৎকণ্ঠা বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। দক্ষিণ অফ্রিকার একটি সংস্থার সঙ্গে যৌথভাবে গবেষণা করেছে ভারতের ন্যাশনাল ইন্সস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিসেস বা NICD। গবেষণায় উঠে এসেছে, করোনার এই নতুন ভ্যারিয়েন্ট বছরে ৪০ থেকে ৫০ বার মিউটেট করার ক্ষমতা আছে। একইসঙ্গে দেখা যাচ্ছে, এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে দেওয়ার ক্ষমতাও বেশি। প্রাথমিকভাবে দেখা গেছে, এই ভ্যারিয়েন্টকে ঠেকাতে ভ্যাকসিন কাজ করছে না।
আরও পড়ুন: Delta Plus: রাজ্যে আরও এক ডেল্টা প্লাস আক্রান্ত করোনা রোগীর হদিশ
এদিকে ফের দিনে এক কোটির বেশি কোভিড ভ্যাকসিন দেওয়ার রেকর্ড গড়ল ভারত। দেশের কোভিড ভ্যাকসিনেসনের পরিসংখ্যান বলেছে, সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা টিকা নিয়েছেন ৬৯,৬৮,৯৬,৩২৮ জন। কদিন আগেও একদিনে এক কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছিল দেশবাসীকে। সেই সময় এই সাফল্যের জন্য ট্যুইট করেছিলেন প্রধানমন্ত্রী।যেখানে তিনি লেখেন, ''রেকর্ড নম্বর টিকাকরণ সম্ভব হয়েছে। এক দিনে এক কোটি টিকাকরণ একটা স্মরণীয় দিন। যারা টিকা নিয়েছেন ও যারা এই টিকাকরণ প্রক্রিয়াকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে সাধুবাদ জানাই।''
আরও পড়ুন: Visva-Bharati University: বিশ্বভারতীতে অব্যাহত অচলাবস্থা, বিভিন্ন ভবনের গেটের তালা খুলে দেওয়ার আবেদন