India Corona Update: দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ, একদিনে মৃত্যু ৫০০-র বেশি
India Corona Update: দৈনিক পজিটিভিটি রেট সামান্য বেড়ে হয়েছে ১৭ দশমিক ৭৮ শতাংশ। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫। একদিনে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮ জন।
নয়াদিল্লি: দেশে দৈনিক সংক্রমণ (India Corona Update) কিছুটা কমলেও, তা আজও সাড়ে ৩ লক্ষের কাছাকাছি। ওমিক্রন (Omicron) আবহে উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের সাড়ে ৫০০-র কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health & Family Welfare) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫২৫ জনের।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৮৮। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৯২ লক্ষ ৩৭ হাজার ২৬৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৯ হাজার ৪০৯ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট (Positivity rate) সামান্য বেড়ে হয়েছে ১৭ দশমিক ৭৮ শতাংশ। অ্যাক্টিভ রোগীর- (Active Case) সংখ্যা ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫। একদিনে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮ জন।
এদিকে রাজ্যে সামান্য বাড়ল করোনার (Corona) দৈনিক সংক্রমণ (Covid Infection)। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন (West Bengal Health Bulletin) অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯,১৯১ জন। রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,২৩,৬৫৭ জন। পাশাপাশি রাজ্যে টানা ৮ দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ২০,৩০২ জন। দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা।কলকাতা, হাওড়ায় একদিনে করোনায় ১৪ জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৬ জনের মৃত্যু, ১ হাজার ৩৬০ জন সংক্রমিত। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ৩ জনের মৃত্যু, ৭৩১ জন সংক্রমিত। হুগলিতে একদিনে করোনায় ৪ জনের মৃত্যু, ৩৩৩জন আক্রান্ত। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৪৮৯ জন আক্রান্ত। রাজ্যে একদিনে ৮২ হাজারের বেশি করোনা পরীক্ষা। রাজ্যে দৈনিক পজিটিভিটি রেট কমে ১১ শতাংশ। একদিনে করোনামুক্ত হয়েছেন ২০,৩১৩। একদিনে রাজ্যেকরোনায় সুস্থতার হার ৯২.৬৫ শতাংশ।