Bangladesh: News: বাংলাদেশের পুজো মণ্ডপে হামলা সম্পর্কে কড়া বার্তা ভারতের
India MEA: বাংলাদেশের পুজো মণ্ডপে হামলা সম্পর্কে কড়া বার্তা দেওয়া হল ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে।
নয়াদিল্লি: বাংলাদেশের পুজো মণ্ডপে হামলা ও হিন্দু মন্দির পবিত্রতা নষ্ট ও ক্ষতি সম্পর্কে কড়া বার্তা দিলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র ধনধীর জয়সওয়াল।
এই বিষয়ে ভারত সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয়েছে, আমরা ঢাকার তাঁতিবাজার এলাকা থাকা একটি পুজো মণ্ডপে হামলা ও সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে চুরির ঘটনা সম্পর্কে খবর পাওয়ার পর বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বেশ কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ওরা যেভাবে মন্দির ও ভক্তদের মনে আঘাত দিয়ে চলেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
আমরা বাংলাদেশ সরকারের কাছে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যেভাবে পবিত্র উৎসবের সময় তাঁদের ধর্মীয় স্থানগুলিতে হামলার ঘটনা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি।
Our statement on attack on Puja Mandap and desecration and damage to Hindu temples in Bangladesh:https://t.co/KXGnXLhgjq pic.twitter.com/Ty746nPn5c
— Randhir Jaiswal (@MEAIndia) October 12, 2024
প্রসঙ্গত উল্লেখ্য. সরকার বদল হওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু মন্দির ও হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচারের ঘটনা বাড়ছে বলে অভিযোগ। নানা জায়গায় হিন্দুদের সম্পত্তি দখল করে নেওয়ার পাশাপাশি তাঁদের ওপর সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষরা অত্যাচার করছে বলেও দাবি করা হচ্ছে। তবে শুরু হিন্দুরাই নয়। অত্যাচার চালানোর হচ্ছে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যান্য মানুষের ওপরও। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের নতুন সরকারকে। তারপরও এই ধরনের ঘটনা বেড়েই চলেছে বলে অভিযোগ। এই পরিস্থিতি দুর্গাপুজোর সময়ে হিন্দু মন্দির ও হিন্দু পুজো মণ্ডপগুলিতে হামলার সংখ্যা বাংলাদেশে বেড়েই চলেছে বলে অভিযোগ। তার মাঝেই সম্প্রতি যশোরেশ্বরী মন্দিরে মায়ের মূর্তি থেকে মুকুট খুলে নেওয়ার পাশাপাশি অনেক হিন্দু মন্দিরে হামলা চালানোর ঘটনা ঘটেছে। যা নিয়ে ভারতের তরফে বারবার সতর্ক করা হয়েছে বাংলাদেশকে। তারপরও অবশ্য এই ধরনের ঘটনা ঘটেই চলেছে সেখানে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।