India Pakistan Ceasefire Violation: শ্রীনগরে পরপর বিস্ফোরণের শব্দ, ফের ব্ল্যাকআউট, ১১টি জায়গায় লাগাতার পাক সেনার গুলি
India Pakistan News: জম্মুর আখনুর সেক্টরে পাক গুলি, উধমপুরে বেজে উঠল সাইরেন।

নয়া দিল্লি: সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুতে পাক সেনার গুলি-মর্টার। জম্মুর আখনুর সেক্টরে পাক গুলি, উধমপুরে বেজে উঠল সাইরেন। রাজৌরি, উধমপুর, আখনুর, নৌসেরা, পুঞ্চ, মেন্ধার, জম্মু, সুন্দেরবানি, আর্নিয়া, কাঠুয়া। জম্মুর ১১টি জায়গায় লাগাতার পাক সেনার গুলি, পাল্টা জবাব ভারতের। অন্যদিকে, রাজস্থানের বারমেঢ়ে ফের ব্ল্যাকআউট। শ্রীনগরে পরপর বিস্ফোরণের শব্দ, ফের ব্ল্যাকআউট। এখনও পর্যন্ত সীমান্তের ৯টি শহরে পাকিস্তানের ড্রোন দেখা গিয়েছে বলে খবর।
সংঘর্ষ বিরতির সিদ্ধান্তের আগেই সরকারি সূত্রে খবর ছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরপর থেকে ভারতের মাটিতে কোনও জঙ্গি হামলাকে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে ধরা হবে।
এমনকী সংঘর্ষ বিরতি সিদ্ধান্তের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশাল মিডিয়ায় লেখেন, ভারত-পাকিস্তান গুলি চালনা ও সামরিক অ্য়াকশন বন্ধ রাখার বিষয়ে একটি নির্দিষ্ট বোঝাপড়ায় পৌঁছেছে। ভারত প্রথম থেকে যে কোন ধরনের সন্ত্রাসবাদ ও তার বহিঃপ্রকাশের বিরুদ্ধে কড়া ও আপসহীন অবস্থান নিয়েছে। এই অবস্থানেই অনড় থাকবে।
শনিবার বিকেলে সংঘর্ষ বিরতির ঘোষণা করেছিল ভারত ও পাকিস্তান সরকার। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, উভয় পক্ষই(ভারত-পাকিস্তান) স্থল, আকাশ ও সমুদ্রে সকল ধরণের গোলাবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে, যা আজ ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৫টা থেকে কার্যকর হবে। জল, স্থল, আকাশপথে আক্রমণ করবে না ২ দেশই, এমনটাই সিদ্ধান্ত নয়।
কিন্তু ৩ ঘণ্টা অতিক্রম হতে না হতেই ফের শ্রীনগরের আকাশে আলো দেখা যায়। শোনা যায় বিস্ফোরণের আওয়াজ।
তবে শুধু জম্মু কাশ্মীর নয়, গুজরাত ও রাজস্থানের সীমান্তবর্তী এলাকাতেও ব্ল্যাকআউট হয়ে যায়। সংঘর্ষ বিরতি সিদ্ধান্তের পর যেসব জায়গায় আলো জ্বলে ওঠে, কিছুটা স্বাভাবিক হয় জনজীবন, সেখানে আবার ব্ল্যাকআউট হয়ে যায় রাত ৮টা বাজার আগে।
এক নজরে সংঘর্ষ বিরতির সময় এবং ফের হামলা
বিকেল ৫.৩৩: ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির ঘোষণা করে পোস্ট ট্রাম্পের
বিকেল ৫.৫৫: পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ঘোষণা বিদেশ সচিবের
সন্ধে ৬.৩৫: সংঘর্ষ বিরতি নিয়ে সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার ঘোষণা
রাত ৮.১৫: শ্রীনগর, জম্মু থেকে বারমেঢ়, ফিরোজপুর-ফের ব্ল্যাকআউট, জম্মুতে ফের পাকিস্তানের হামলা






















