India Pakistan Conflict: 'পহেলগাঁওকাণ্ডের হত্যাকারীরা কোথায় ? ', ভারতের প্রত্যাঘাত নিয়ে মোদির হুঙ্কারের পর পাল্টা জয়রাম
Jairam Attacks Modi: এখনও পর্যন্ত কোনও সর্বদলীয় বৈঠকে কেন সভাপতিত্ব করেননি নরেন্দ্র মোদি? প্রশ্ন কংগ্রেস নেতা জয়রাম রমেশের

নয়াদিল্লি: রাজস্থানে গিয়ে ভারতের প্রত্যাঘাত নিয়ে নরেন্দ্র মোদির হুঙ্কার, কটাক্ষ জয়রাম রমেশের।'পহেলগাঁওকাণ্ডের হত্যাকারীরা কোথায় ? এই জঙ্গিরাই গত ১৮ মাসে পুঞ্চ, গগনগীর ও গুলমার্গে হামলায় জড়িত। এখনও পর্যন্ত কোনও সর্বদলীয় বৈঠকে কেন সভাপতিত্ব করেননি নরেন্দ্র মোদি? কেন সংসদে বিশেষ অধিবেশন ডাকা হল না ?', প্রশ্ন কংগ্রেস নেতা জয়রাম রমেশের (Jairam Ramesh)।
এদিন রাজস্তানের বিকানেরে এসে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটা সন্ত্রাসবাদের জন্যে পাকিস্তানকে বড় মূল্য দিতে হবে। পাকিস্তানের সেনাদেরই এর ভরপাই করতে হবে। পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা মেটাবে। প্রধানমন্ত্রী এও বলেন, দিল্লি থেকে রাজস্তানের যে বিমানবন্দরে তিনি নেমেছন, এটিও নিশানা করেছিল পাকিস্তান। কিন্তু সফল হয়নি। সামান্যটুকুও ক্ষতি করতে পারেনি। তিনি পাক প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেন, এখান থেকে কিছু দূরেই রয়েছে পাকিস্তানের এয়ারপোর্ট ! ইতিমধ্যেই ICU -তে পড়ে রয়েছে বলে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, এরপর কথা হলে, শুধুই পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে। POK নিয়ে। যদি পাকিস্তান সন্ত্রাসবাদীদের রপ্তানি জারি রাখে, তাহলে প্রতিটার জন্য মূল্য দিতে হবে। পাকিস্তানকে জল সরবারহ করবে না ভারত। তার অধিকার খোয়াতে হবে। ভারতীয়দের রক্তের সঙ্গে খেললে, পাকিস্তানকে বড় মূল্য চোকাতে হবে। এটাই ভারতের সংকল্প। আর গোটা বিশ্বের কোনও শক্তি, আমাদের এই সংকল্প থেকে নড়াতে পারবে না।'
অপরদিকে, জয়রামের পাশাপাশি তোপ দেগেছেন রাহুলও। 'ফাঁকা ভাষণ দেওয়া বন্ধ করুন নরেন্দ্র মোদি', পোস্ট রাহুল গাঁধীর। সন্ত্রাস নিয়ে পাকিস্তানের কথার ওপর কেন ভরসা করেছিলেন ? ট্রাম্পের সামনে মাথা নত করে ভারতের স্বার্থ কেন জলাঞ্জলি দিলেন ? আপনার রক্ত কেন ক্যামেরার সামনে গরম হয় ?', আপনি ভারতের সম্মানের সঙ্গে কেন সমঝোতা করলেন ?' পোস্ট কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর।
প্রসঙ্গত, পাকিস্তানকে কঠোর প্রত্যাঘাতের মধ্যে ভারত হঠাৎ সংঘর্ষ বিরতিতে রাজি হল কেন? আমেরিকার কথায়? নাকি পাকিস্তানের আবেদনে? ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারত ও পাকিস্তানের মধ্য়ে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছেন, তা নিয়ে বিতর্ক চলছে নানা মহলে। এই আবহে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য তুলে ধরে সম্প্রতি প্রধানমন্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক সোশাল মিডিয়ায় লিখেছিলেন, কয়েকদিন আগে আমাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধবিরতির খবর মিলেছিল মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবে একটি সার্বজনীন অনুষ্ঠানে নিজেই খোলসা করেছিলেন যে, তিনি নিষেধাজ্ঞার চোখরাঙানি, বাণিজ্যিক টোপ এসব কাজে লাগিয়ে, ধমকে, ব্ল্যাকমেল করে ভারতকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করেছেন। এই সংক্রান্ত বিষয়ে বরাবরই অত্যন্ত মুখর থাকা প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর কী বক্তব্য আছে? যা করলে ভারতের সুরক্ষার হিত হত, আমেরিকার চাপের মুখে পড়ে সেটাই কি কোথাও ঝুঁকে গেল?'






















