India-Pakistan Conflict: ভারতের প্রত্যাঘাতে 'সংঘর্ষবিরতির জন্য ভয়ে কুকুরের মতো দৌড়েছিল পাকিস্তান' ! বলছেন আমেরিকার প্রাক্তন কূটনীতিক
Operation Sindoor: 'অপারেশন সিঁদুর'-এ মাত্র ৩ ঘণ্টায় পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত।

ওয়াশিংটন : দেশে জঙ্গি হামলা হলে কীভাবে, কোন পথে কতটা গভীরে গিয়ে ভারত প্রত্যাঘাত করতে পারে তা পাকিস্তান-সহ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জইশ, লস্কর-সহ জঙ্গি গোষ্ঠীর হেডকোয়াটার্স, ট্রেনিং সেন্টার, লঞ্চ প্যাড গুঁড়িয়ে দেওয়া থেকে শুরু করে 'অপারেশন সিঁদুর'-এ মাত্র ৩ ঘণ্টায় পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। 'চারদিনের এই দ্বন্দ্বে পাকিস্তান খুব খারাপভাবে পরাস্ত হয়েছে এবং ভারত কূটনৈতিক ও সামরিক...দুইভাবেই জিতেছে' বলে এবার মন্তব্য করলেন পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন। তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সিনিয়র ফেলোও। ভারতের প্রত্যাঘাতে নিহত জঙ্গিদের জানাজায় পাকিস্তানি সেনার অংশগ্রহণের ছবি যখন গোটা বিশ্ব দেখছিল, তখন ভারত কীভাবে জঙ্গিদের সঙ্গে পাকিস্তান এবং তার সামরিক বাহিনীর যোগসাজশের বিষয়টি উন্মোচিত করে দিল, সেই বিষয়টিও উল্লেখ করেছেন প্রাক্তন এই কূটনীতিক।
ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে বিবৃতি জারি করতে গিয়ে রুবিন বলেন, "ভারত কূটনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই এই জয়লাভ করেছে। কূটনৈতিকভাবে ভারতের জয়ের কারণ হল, এখন সমস্ত মনোযোগ পাকিস্তানের জঙ্গি-মদতের উপর। জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানি অফিসারদের পোশাক পরিহিত উপস্থিতি প্রমাণ করে যে, একজন জঙ্গি এবং আইএসআই বা পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সদস্যের মধ্যে কোনও পার্থক্য নেই। বিশ্ব দাবি করবে যে, পাকিস্তান যেন তার নিজস্ব ব্যবস্থায় পচন ধরা আটকায়। তাই কূটনৈতিকভাবে ভারত আলোচনার ধরন বদলে দিয়েছে। সামরিকভাবে, পাকিস্তান হতবাক... পাকিস্তান ভারতের সঙ্গে প্রতিটি যুদ্ধ শুরু করেছে এবং তবুও বিশ্বাস করেছে যে তারা কোনও না কোনওভাবে জিতেছে। পাকিস্তানের পক্ষে নিজেকে বিশ্বাস করা খুব কঠিন হবে যে তারা এই ৪ দিনের যুদ্ধে জিতেছে।"
#WATCH | Washington, DC | On India-Pakistan conflict, former Pentagon official and a senior fellow at the American Enterprise Institute, Michael Rubin, says, "India won this both diplomatically and militarily. The reason why India won diplomatically is that all attention is now… pic.twitter.com/D7c2LuMqSI
— ANI (@ANI) May 14, 2025
তাঁর সংযোজন, "পাকিস্তান যুদ্ধবিরতির জন্য দৌড়ে গেল ভীত কুকুরের মতো, তার দুই পায়ের মাঝে লেজ রেখে। পাকিস্তানি সেনা শুধু হারেইনি, খুব খারাপভাবে হেরেছে, এই বাস্তবতা থেকে নিজেদের সরাতে পারবে না। স্পষ্টতই, পাকিস্তানি সেনার মধ্যে সমস্যা রয়েছে। কারণ এটি পাকিস্তানি সমাজের জন্য একটি ক্যানসার এবং সামরিক বাহিনী হিসেবে এটি অযোগ্য। আসিম মুনির কি তাঁর চাকরি টিকিয়ে রাখবেন?... মূলত, পাকিস্তানকে ঘর পরিষ্কার করতে হবে, কিন্তু এটি একটি উন্মুক্ত প্রশ্ন যে তারা কি তা করার জন্য খুব বেশি এগিয়েছে ?"
#WATCH | Washington, DC | On India-Pakistan conflict, former Pentagon official and a senior fellow at the American Enterprise Institute, Michael Rubin, says, "...Pakistan went running to try to achieve a ceasefire like a scared dog with its tail between its legs. There is… pic.twitter.com/KxedVCO5Dd
— ANI (@ANI) May 14, 2025






















