News LIVE Updates: যুদ্ধ অনিবার্য? পাকিস্তান হামলা করলে কীভাবে আত্মরক্ষা? মক ড্রিলের জন্য রাজ্যকে নির্দেশ কেন্দ্রের
India Pakistan News LIVE Updates:

Background
পাকিস্তানকে যে কোনও মুহূর্তে প্রত্যাঘাত? যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে? সাধারণ নাগরিকদের নিয়ে ৭ মে মক ড্রিলের জন্য রাজ্যকে নির্দেশ কেন্দ্রের।
Kashmir Hospital News: থমথমে কাশ্মীরে যুদ্ধকালীন তৎপরতা
থমথমে কাশ্মীরে যুদ্ধকালীন তৎপরতা। পুঞ্চে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পৌঁছনো হচ্ছে ওষুধ। যুদ্ধকালীন তৎপরতায় আনা হচ্ছে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম। প্রস্তুত অ্যাম্বুল্যান্স, ২৪ ঘণ্টা পরিষেবা দিতে তৈরি স্বাস্থ্যকর্মীরা
West Bengal News: মালদা ও মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্না
মালদা ও মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্না। সল্টলেকে ধর্না নিয়ে টানাপোড়েন, পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে ছাউনি দিতে বাধার অভিযোগ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা।
মালদা ও মুর্শিদাবাদ হিংসা নিয়ে সল্টলেকে ধর্নায় যোগ শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর সভা ঘিরে নতুন জটিলতা। হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্না অবস্থান, তবু বাধা পুলিশের। রাস্তার উপর ছাউনি বা তাঁবু খাটাতে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা






















