India Pakistan Tension: পাকিস্তানকে কড়া জবাব BSF-র মহিলা সেনাদের, মর্টার সেলকে গুঁড়িয়ে জোরদার প্রত্যাঘাত প্রমীলা বাহিনীর
BSF On Pakistan : পাকিস্তানকে কড়া জবাব ভারতীয় বিএসএফের মহিলা সেনাদের

নয়াদিল্লি: বিএসএফের নারী শক্তি জয়। ৮১ মিমি মর্টার সেলের বিরুদ্ধে লড়াই বিএসএফের মহিলা সেনাদের। গতকাল পাকিস্তানকে কড়া জবাব ভারতীয় বিএসএফের মহিলা সেনাদের। পাকিস্তানের ছোড়া মর্টার সেলকে গুঁড়িয়ে জোরদার প্রত্যাঘাত প্রমীলা বাহিনীর।
দেশে তৈরি আকাশ মিসাইলেই বাজিমাত করল ভারত। অপারেশন সিঁদুরে ব্যবহার করা হল ডিআরডিও-র তৈরি অত্যাধুনিক আকাশ মিসাইল। ভূমি থেকে আকাশে বহু দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ডিআরডিও-র তৈরি এই মিসাইল। রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম S-400। ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান, ব্রিটেনের জাগুয়ার, বিদেশ থেকে আমদানি করা ভারতের হাতে থাকা এই সব তাসই এখন তছনছ করে দিচ্ছে পাকিস্তানের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। যখন তখন গোলাবর্ষণ করে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি থেকে এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের দু'হাত ভরা ব্রহ্মাস্ত্র দেখে বুক কাঁপছে পাকিস্তানের। আর এরই মাঝে পাকিস্তানের ঘরে ঢুকে নিশানা করল ভারতের 'আকাশ'।
'মেড ইন ইন্ডিয়া'তেই এবার 'সেফ ইন্ডিয়া'। 'ঘরে' তৈরি অস্ত্রেই 'ঘর' বাঁচিয়ে বাজিমাত করল ভারত। অপারেশন সিন্দুরের অংশ হয়ে আকাশে নিজের জারিজুরি দেখিয়ে দিল আকাশ। মাঝ আকাশেই ধ্বংস করে দিল ভারতের দিকে তিরের গতিতে উড়ে আসা পাক মিসাইল। DRDO-র তৈরি এই আকাশ মিসাইল সার্ফেস টু এয়ার মিসাইল। অর্থাৎ ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভারতীয় সেনা ও ভারতীয় বায়ুসেনা দুজনের কাছেই রয়েছে এই মিসাইল।
৪৫ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম 'আকাশ'। ধ্বংস করে দিতে পারে শত্রুপক্ষের 'এয়ার টু সার্ফেস', অর্থাৎ আকাশ থেকে ভূমির দিকে ছুটে আসা মিসাইল। এমনকী, যুদ্ধবিমান ও ক্রুজ মিসাইল ধ্বংস করে দিতে পারে 'আকাশ'। ৬০ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। এতে রয়েছে ফায়ার কন্ট্রোল র্যাডার। ১৯৯০ সালে প্রথমবার আকাশ মিসাইল পরীক্ষা করে ভারত। এরপর থেকে মোট ৩ বার আপগ্রেড করা হয় এর প্রযুক্তি।
২০২১ সালে আকাশ মিসাইলের নতুন সংস্করণ আনে DRDO.নাম দেওয়া হয় আকাশ প্রাইম। এরপর ২০২৩ সালে আরও উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয় এই মিসাইলকে। নাম দেওয়া হয় আকাশ-NG.অত্যাধুনিক প্রযুক্তির এই মিসাইলই এবার দুর্দিনে দিশা দেখাচ্ছে ভারতকে। এই অস্ত্রেই পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারত। আকাশ আলো করে খেল দেখাচ্ছে 'আকাশ'।






















