India Pakistan Tension: 'ভুয়ো তথ্য ছড়াচ্ছে পাকিস্তান..' ! বড় বার্তা বিদেশসচিব বিক্রম মিস্রীর, ভারতীয় বায়ুসেনার এই সকল জায়গা সুরক্ষিত..
Foreign Secretary Vikram Mishri On Pakistan: পাকিস্তানের ভুয়ো দাবিকে খারিজ করেছে ভারত, সাংবাদিক বৈঠকে কী জানালেন বিদেশসচিব ?

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচার চালাচ্ছে পাকিস্তান, সাংবাদিক বৈঠকে জানাল ভারতের বিদেশমন্ত্রক। পাকিস্তানের সেই সকল ভুয়ো দাবিকে খারিজ করেছে ভারত। মূলত সোশ্যাল পোস্টে, পাকিস্তান দাবি করেছে, তারা নাকি ভারতের একাধিক বায়ুসেনা ঘাটি গুড়িয়ে দিয়েছে। যা কিনা পুরোপুরি ভুয়ো। সাংবাদিক বৈঠকে পাকিস্তানের যাবতীয় সেই সকল ভুয়ো তথ্য ওড়ালেন বিদেশসচিব (Foreign Secretary Vikram Mishri )।
সম্পূর্ণ ভুয়ো তথ্য দাবি করেছে পাকিস্তান
এদিন বৈঠকে বিদেশসচিব বিক্রম মিশ্রি স্পষ্ট বলেছেন, 'সম্পূর্ণ ভুয়ো তথ্য দাবি করেছে পাকিস্তান।পাকিস্থানের দাবি, তারা নাকি ভারতের বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছে। ধ্বংসলীলা শুরু করেছে। আমার সহকর্মীরা তা খুঁজে বার করেছেন। পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ ভুয়ো। সিরসার এয়ারফোর্স স্টেশন (Sirsa Airforce Station) গুড়িয়ে দিয়েছে বলে দাবি জানিয়েছে পাকিস্তান। যা পুরোপুরি মিথ্যে। এখানেই শেষ নয়, পাকিস্তান আরও দাবি জানিয়েছে যে, সুরতগড়ের বায়ুসেনা স্টেশন (Suratgarh Airforce Station) দুমড়েমুচড়ে দিয়েছে, এটিও একটি ভুয়ো তথ্য। আদামপুর এয়ারফোর্স বেস উড়িয়ে দেওয়ারও মিথ্যে দাবি করেছে পাকিস্তান। এখানেই শেষ নয়, Indian Critical Infrustucture, Power System, Cyber System-এও আঘাত আনা হয়েছে, বলে ইতিমধ্যেই দাবি জানিয়েছে পাকিস্তান। এই তথ্যটিও পুরোপুরি মিথ্যে। আমার অনুরোধ যারা এই ভুয়ো পোস্টগুলি দেখেছেন, তারা বিভ্রান্ত হবেন না।'
'...ব্যর্থ পাকিস্তান'
এদিন তিনি 'দ্বিতীয় পয়েন্ট' হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘসময় ধরেই, বরাবর ভারতীয়দেরকেই টার্গেট করে এসেছে। বিশেষ করে তা জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবে। এরপরেই রাজৌরির ঘটনাটিও উল্লেখ করেন বিদেশসচিব। মূলত পাক হানায়, এদিন সকালে প্রাণ হারিয়েছেন জম্মু-কাশ্মীরের উচ্চপদস্থ আধিকারিক রাজকুমার থাপা। পাশাপাশি পাঞ্জাবের ফিরোজপুরে পাক-হামলায় কয়েকজন আহত হয়েছেন। এই বিষয়টিও উল্লেখ করে বিদেশসচিব বলেন, 'ক্ষতিগ্রস্থ হয়েছেন যারা, আমরা রাতভর সেদিকে খেয়াল রেখেছি।' পাশাপাশি তিনি আরও বলেন, পাকিস্থান দাবি করেছে, ওই মিসাইল ছুড়েছে ভারত। পাকিস্থানি অফিশিয়ালসের এই ভুয়ো দাবি ধোপে টিকবে না। ভারতকে ভাগ করার প্রচেষ্টাতেও ব্যর্থ পাকিস্তান।'
"Pakistani claims continue to be heavy on lies, misinformation, propaganda," FS slams Pakistan's misinformation campaign
— ANI Digital (@ani_digital) May 10, 2025
Read @ANI Story | https://t.co/0IxKh1Vu4f#VikramMisri #OperationSindoor #Pakistan pic.twitter.com/22u3EBIK9X























