India Pakistan News: 'আপনারা যেমনটা চাইছেন তেমনটাই হবে', সন্ত্রাসবাদীদের শায়েস্তা করতে হুঙ্কার রাজনাথের
রাজনাথ সিংহ বলেন, 'আমার দায়িত্ব সেনার সঙ্গে মিলে দেশের ওপর চোখ তুলে তাকালে তাদের যোগ্য জবাব দেওয়া।

নয়া দিল্লি: পহেলগাঁও হামলায় ফের কড়া জবাবের হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী। দেশের দিকে চোখ তুলে তাকালে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। সন্ত্রাসবাদীদের শায়েস্তা করতে এই ভাষাতেই হুঙ্কার ছাড়লেন রাজনাথ সিং। এই প্রেক্ষাপটে রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
যে কোনও মুহূর্তে হতে পারে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত। দেশজুড়ে এখন একটাই প্রশ্ন, পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হবে কবে? এই প্রক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন রাজনাথ সিং।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই সন্ত্রাসবাদীদের কড়া জবাব দেওয়ার বার্তা দিয়েছেন।
সন্ত্রাসবাদীদের ফের একবার যোগ্য জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ সিংহ বলেন, 'আমার দায়িত্ব সেনার সঙ্গে মিলে দেশের ওপর চোখ তুলে তাকালে তাদের যোগ্য জবাব দেওয়া। প্রধানমন্ত্রী মোদি শত্রুদের তাদের ভাষাতেই জবাব দেবেন।'
এর আগে হুঙ্কার দিয়েছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। প্রধানমন্ত্রী বলেন, 'যারা জঙ্গি, আর যারা জঙ্গিদের সমর্থন করে, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই দেশের ইঞ্চি ইঞ্চি জমি থেকে সন্ত্রাসবাদকে গোড়া সমেত উপড়ে ফেলাই আমাদের সংকল্প'।
কেন্দ্রীয় সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে বিরোধীরাও। কংগ্রেসের তরফে বলা হয়েছে, 'সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা সর্বদলীয় সভাতেও এই কথা বলেছি এবং আবার বলছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে চরম লড়াই করো।'
রবিবার প্রধানমন্ত্রী আলোচনায় বসেন বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিংহের সঙ্গে। এর মধ্যেই রবিবার, শ্রীনগরে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় বৈঠক করলেন কাশ্মীর পুলিশের IG ভি. কে. বিরদি। কেন্দ্রীয় বাহিনী, সেনা ও পুলিশ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর কর্তারা।
এদিকে, জম্মু-কাশ্মীরের কুলগামে ২৩ বছরের যুবকের দেহ উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। মৃতের নাম ইমতিয়াজ আহমেদ মোগরে। পুলিশ সূত্রে খবর, OGW অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে কাজ করত ইমতিয়াজ। তার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ ছিল। কিছুদিন আগে ইমতিয়াজ দুই পাক জঙ্গির লুকিয়ে থাকার খবর দিয়েছিল। ওই সন্দেহভাজন যুবককে পুলিশ দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করার আগেই নদী সাঁতরে পালানোর চেষ্টা করে সে। সেই সময় জলে ডুবে তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, বারামুলার তংমার্গে যেখানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ডেরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, সেই জঙ্গি ঘাঁটির কথাও জানত ইমতিয়াজ। এই আস্তানা থেকেই ২৩ এপ্রিল ইমতিয়াজের সঙ্গে যোগাযোগ করেছিল পুলিশ। ইমতিয়াজ আহমেদ মোগরের মৃত্যু নিয়ে জল্পনা।পরিবারের অভিযোগ, ২ দিন আগে ভারতীয় সেনা ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায়।






















