'বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ভারতের মাটিকে ব্যবহার করতে ...', ইউনূস সরকারকে কড়া বার্তা ভারতের
Sheikh Hasina : বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারত সবসময় বাংলাদেশে শান্তিপূর্ণ অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে।

নয়া দিল্লি: আবার বাংলাদেশকে মোক্ষম জবাব দিল ভারত । বাংলাদেশে মৃত্যদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বাংলাদেশে তাঁর সমর্থকদের উস্কানি দিচ্ছেন বলে দাবি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ১৪ ডিসেম্বর, রবিবার এই সংক্রান্ত একটি সরকারি বিবৃতিও প্রকাশ করা হয়। কিন্তু ভারতও চুপ করে বসে নেই দিয়েছে মোক্ষম উত্তর।
ভারতের মাটি ব্যবহার করে কোনও উস্কানিমূলক কাজকর্ম করার অনুমতি দেয় না এ দেশের সরকার। নয়াদিল্লির বিবৃতি অনুসারে, “ভারত কখনোই এই ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুসুলভ জনগণের বিরুদ্ধে কাউকে উস্কানিমূলক কাজ করার অনুমতি দেয়নি,” জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। সেই বিবৃতি অনুসারে, বাংলাদেশের মানুষ ভারতের কাছে বন্ধুসম। বাংলাদেশের সাধারণ জনতার স্বার্থের বিরুদ্ধে যায়, এমন কোনও কাজে ভারতের মাটি ব্যবহার করে করতে দেওয়া হয় না। বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারত সবসময় বাংলাদেশে শান্তিপূর্ণ অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে।






















