India Pakistan Attack: নিহত জঙ্গিদের স্যালুট করছে পাক সেনা! 'বিতর্কিত ছবি' দেখিয়ে এবার নাম প্রকাশ ভারতের! বিশ্বের কাছে বার্তা
India Pakistan Tension: জঙ্গিদের কফিন মুড়ে দেওয়া হয়েছে পাকিস্তানের পতাকায়। নিহত জঙ্গিদের যেখানে শ্রদ্ধা জানানো হচ্ছে, সেখানেই, পিছনে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে পাক সেনা অফিসাররা

নয়া দিল্লি: জঙ্গিদের মদতদাতা পাকিস্তান, এই দাবি আরও স্পষ্ট হয়েছিল পাক সরকারের জঙ্গি-যোগের ছবি। ছবিতে দেখা যাচ্ছিল, ভারতের অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতে বাহাওয়ালপুরে জইশের হেড কোয়ার্টারে নিহত জঙ্গিদের স্যালুট করছে পাক সেনা। অ্যাম্বুল্যান্সে করে জইশ জঙ্গিদের দেহ যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পাকিস্তান আর্মি কর্পস অফ মিলিটারি পুলিশ তাদের স্যালুট ঠোকে।
কখনও দেখা গেছে জঙ্গিদের শেষকৃত্যে হাজির পাক সেনা অফিসার, পুলিশ। যেমন, মুরিদকে জঙ্গি ক্যাম্পে নিহত জঙ্গিদের শ্রদ্ধা জানাতে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান সেনার আধিকারিকরা। জঙ্গিদের কফিন বন্দি মৃতদেহ এইভাবে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে পাক সেনা। জঙ্গিদের কফিন মুড়ে দেওয়া হয়েছে পাকিস্তানের পতাকায়। নিহত জঙ্গিদের যেখানে শ্রদ্ধা জানানো হচ্ছে, সেখানেই, পিছনে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে পাক সেনা অফিসাররা, পাকিস্তান পুলিশের আধিকারিকরা।
এবার সেই পাক সেনা ও পুলিশ আধিকারিকদের নাম প্রকাশ করল ভারত। সেই তালিকায় ছবি-সহ নাম রয়েছে- লেফটেন্যান্ট জেনারেল ফাইয়াজ হোসেন শাহ, লাহোরের IV কর্পসের কমান্ডার। লাহোরের ১১তম পদাতিক ডিভিশনের মেজর। জেনারেল রাও ইমরান সরতাজ, ব্রিগেডিয়ার মোহাম্মদ ফুরকান শাব্বির। পঞ্জাব পুলিশের ইনস্পেক্টর জেনারেল ডঃ উসমান আনোয়ার। মালিক সোহাইব আহমেদ ভের্থ, পঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য।

পাকিস্তান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তারা কোনও ধরণের সন্ত্রাসবাদকে আশ্রয় দেয় না বা মদত দেয় না, তবে ভারতীয় সশস্ত্র বাহিনীর শেয়ার করা ছবি অনুসারে, অনেক পাকিস্তানি সেনা আধিকারিকরা জঙ্গিদের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন।
এর আগে বিদেশ সচিব বিক্রম মিস্রি এক সাংবাদিক সম্মেলনে নিহত জঙ্গিদের কফিনের পিছনে প্রার্থনারত পাকিস্তানি সেনা ও পুলিশ সদস্যদের উর্দি পরিহিত একটি ছবি তুলে ধরে প্রশ্ন তোলেন যে এই ছবিটি কী বার্তা দেয়।
এদিকে, সংঘর্ষবিরতি সমঝোতার, কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে লাগাতার হামলা চালাল পাক-বাহিনী। এটা পরিষ্কার সমঝোতা ভঙ্গ, ব্যবস্থা নিক ইসলামাবাদ- কড়া বার্তা দিল ভারত। যে কোনও পরিস্থিতিতে জবাব দেওয়ার জন্য তৈরি আছে সেনা। হুঁশিয়ারি বিদেশমন্ত্রকের। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ফের ভারতে আক্রমণ করার চেষ্টা করলে তা কোনওমতেই হাল্কা ভাবে নেওয়া হবে না। জঙ্গি হামলাতে যুদ্ধ হিসেবে ধরে নিয়ে দেওয়া হবে পাল্টা জবাব। স্পষ্ট করে দিল নয়াদিল্লি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর বাড়িতে উচ্চ পর্যায়ের বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।






















