India Corona Update: দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার ছুঁইছুঁই, মৃত্যু ৬৭ জনের
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৬৭২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ১৪ হাজার ৬৮৭। দেশে অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা ২২ হাজার ৪২৭।
নয়াদিল্লি: দেশে করোনায় (India Corona Update) দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ফের ২ হাজার ছুঁইছুঁই। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare, Government of India) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত (Daily Case) হয়েছেন ১ হাজার ৯৩৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৭৮। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ৬৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬২।
India reports 1,938 fresh #COVID19 cases & 2,531 recoveries and 67 deaths, in the last 24 hours
— ANI (@ANI) March 24, 2022
Active case: 22,427 (0.05%)
Daily positivity rate: 0.29%
Total recoveries: 4,24,75,588
Death toll: 5,16,672 pic.twitter.com/hkoKVky685
করোনা আপডেট: এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৬৭২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ১৪ হাজার ৬৮৭। দেশে অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা ২২ হাজার ৪২৭। একদিনে সুস্থতার সংখ্যা ২ হাজার ৫৩১। দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) ০.২৯ শতাংশ। অন্যদিকে, বুধবার রাজ্যে স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৫৯ জন। এ নিয়ে রাজ্যে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা হল ২০,১৬,৯৭৬ জন। সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৭ জন। একদিনে রাজ্যে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শূন্য। মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল ২ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্য়ু হল ২১,১৯৭ জনের।