Coronavirus India Updates: সংক্রমণ কমল দেশে, উদ্বেগ বাড়িয়ে ফের দৈনিক মৃত্যু বৃদ্ধি
India Coronavirus Updates: এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ২৬৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৩৫।
নয়া দিল্লি: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry Of Health) শনিবারের (Saturday) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৩৫। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫২।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ২৬৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৩৫। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লক্ষ ৪৭ হাজার ৯৩৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৮ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯৩২।
এদিকে, রাজ্যে নিম্নমুখী করোনার সংক্রমণ। এই অবস্থায়, প্রায় দু’বছর পর উঠল রাত্রিকালীন বিধিনিষেধ। এতদিন পর্যন্ত বিধিনিষেধ কার্যকর ছিল। তবে, মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রায় দু’বছর পর, এবার সেই রাত্রিকালীন বিধিনিষেধ উঠল। মুখ্যসচিব বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত বারোটা থেকে আর রাত্রিকালীন বিধিনিষেধ কার্যকর থাকবে না।
আরও পড়ুন, রবিবার খাদ্য দফতরের সব কর্মীদের ছুটি বাতিল, কেন এই সিদ্ধান্ত?
করোনা সংক্রমণ রুখতে বিপর্যয় মোকাবিলা আইন মেনে নৈশ কার্ফু-সহ কয়েকটি বিধিনিষেধ জারি হয়েছিল রাজ্যে। ১৫ মার্চ জারি করা নির্দেশিকায় বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছিল নবান্ন। তবে দোলের আগের রাতে নৈশ কার্ফু শিথিল করা হয়েছিল। এবার তা পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে। তবে করোনার বিধিনিষেধ উঠলেও, সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নির্দেশিকার বলা হয়েছে, জনসমক্ষে মাস্ক পরতে হবে। স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে এই বিষয়ে নজর রাখতে বলা হয়েছে নির্দেশিকায়।