(Source: ECI/ABP News/ABP Majha)
India Corona Update: দেশে একদিনে করোনা আক্রান্ত প্রায় ১৫ হাজার, কমল দৈনিক মৃত্যু
Covid19 Update: দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৫১২। পজিটিভিটি রেট ৩.৪৮ শতাংশ। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ১৫৯।
নয়াদিল্লি: দেশে করোনা-গ্রাফের (Corona) ওঠানামা চলছেই। ফের কমল দৈনিক সংক্রমণ। কমল দৈনিক মৃত্যু ও সক্রিয় রোগীর (Active Case) সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৩০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের।
দেশের করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৮৬৬। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ১১০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৯ লক্ষ ২০ হাজার ৪৫১। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৫১২। পজিটিভিটি রেট ৩.৪৮ শতাংশ। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ১৫৯।
#COVID19 | India reports 14,830 fresh cases, 18,159 recoveries and 36 deaths in the last 24 hours.
— ANI (@ANI) July 26, 2022
Active cases 1,47,512
Daily positivity rate 3.48% pic.twitter.com/mbcASBz0XU
রাজ্যের করোনা আপডেট: এদিকে একদিনে কমল রাজ্যের কোভিড (Covid) সংক্রমণের গ্রাফ। কিন্তু বেড়েছে কোভিড-মৃত্যুর সংখ্যা। ফলে উদ্বেগ কমার জায়গা নেই। পজিটিভিটি রেটও (Positivity Rate) মোটের উপর প্রায় একই জায়গায় রয়েছে। সোমবারের রাজ্য কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন এক হাজারের উপর। বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ১,০৯৪ জন। ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ২ হাজার ৭৫৯ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৮৯ শতাংশ। একদিনে রাজ্যে পরীক্ষা হয়েছে ৮ হাজার ৬৪৫টি কোভিড নমুনার। এখন হোম আইসোলেশনে রয়েছেন ২২ হাজার ১৩১ জন কোভিড আক্রান্ত। হাসপাতালে ভর্তি রয়েছেন ৫২৬ জন কোভিড আক্রান্ত।
আরও পড়ুন: WB Covid-19 Update: বেশ কিছুটা কমল দৈনিক সংক্রমণ, চিন্তা মৃত্যু নিয়ে