US Strikes Venezuela : ভেনিজুয়েলায় অপারেশন আমেরিকার, সস্ত্রীক প্রেসিডেন্টকে বন্দি; ভারতীয়দের সতর্ক থাকতে বলল বিদেশ-মন্ত্রক
External Affairs Ministry of India: উভয় দেশের মধ্যে এই উত্তেজনার আবহে ভেনিজুয়েলায় বসবাসরত ভারতীয়দের উদ্দেশে উপদেশাবলী জারি করল ভারত।

নয়াদিল্লি : বারবার মাদক পাচারের অভিযোগ তুলেছে আমেরিকা। অভিযোগ অস্বীকার করে গেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এনিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। চাপ বাড়াতে সেপ্টেম্বর থেকে ভেনিজুয়েলার কাছে জলপথে ২০ বারের বেশি আকাশপথ থেকে হামলা চালিয়েছে আমেরিকা। কিন্তু, এবার একেবারে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে ঢুকে পড়ল আমেরিকার সেনাবাহিনী। শুধু আক্রমণই নয়, প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকা নিয়ে গেছে বাহিনী। উভয় দেশের মধ্যে এই উত্তেজনার আবহে ভেনিজুয়েলায় বসবাসরত ভারতীয়দের উদ্দেশে উপদেশাবলী জারি করল ভারত।
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে উপদেশ দিয়ে বলা হয়েছে, 'ভেনিজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি দেখে, ভারতীয়দের উদ্দেশে বলা হচ্ছে যে ভেনিজুয়েলায় এই মুহূর্তে অপ্রয়োজনীয় ভ্রমণ করবেন না। যে কোনও কারণে ভেনিজুয়েলায় থাকা সকল ভারতীয়কে অত্যন্ত সতর্কতা অবলম্বন করার, তাঁদের চলাচল সীমিত রাখার এবং ইমেল আইডির মাধ্যমে কারাকাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ইমেল আইডি : cons.caracas@mea.gov.in অথবা এমার্জেন্সি ফোন নম্বর +58-412-9584288 (WhatsApp calls-এর জন্যও)।
In view of recent developments in Venezuela, Indian nationals are strongly advised to avoid all non-essential travel to Venezuela. All Indians who are in Venezuela for any reason are advised to exercise extreme caution, restrict their movements, and remain in contact with the… pic.twitter.com/gKESLpdKE3
— ANI (@ANI) January 3, 2026
যদিও ভেনিজুয়েলায় আমেরিকার আক্রমণ নিয়ে ভারত সরকারের তরফ থেকে কোনও বিবৃতি এখনও সামনে আসেনি। ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, ভেনিজুয়েলায় প্রায় ৫০ জন অনাবাসী ভারতীয় এবং ৩০ জন ভারতীয় বংশোদ্ভূত মানুষ রয়েছেন।
জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ভেনিজুয়েলার
আমেরিকার অতর্কিতে আক্রমণের পর, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনিজুয়েলা। এর পাশাপাশি সরকার এটিকে "অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন" বলে নিন্দা জানিয়েছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর, মাদুরোর বিরুদ্ধে নিউ ইয়র্কে মাদক ও অস্ত্রের চার্জ আনা হয়েছে। "নিরাপদে স্থানান্তরের" আগে পর্যন্ত আমেরিকাই ভেনিজুয়েলাকে চালাবে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি তিনি এও জানিয়ে রেখেছেন, আমেরিকা "খুব জোরালভাবে" ভেনিজুয়েলার তৈল শিল্পের সঙ্গে জড়াবে। তাঁর দাবি, আমেরিকার আক্রমণের কারণ ছিল, "একনায়ক শাসক মাদুরোকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা।"






















