Mi-17V5 Helicopters : শুধু বিপিন রাওয়াতেরই নয়, ৫ বছরে ৪ বার দুর্ঘটনার কবলে Mi-17V5 হেলিকপ্টার ; মৃত ২১
Mi-17V5 helicopters : গত ৮ ডিসেম্বর এই হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৪ জন প্রাণ হারান...
নয়া দিল্লি : গত ৫ বছরে চার বার দুর্ঘটনার কবলে পড়েছে আইএএফের Mi-17V5 হেলিকপ্টার। আজ একথা জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট(Ajay Bhatt)।
শুক্রবার লোকসভায় এক লিখিত বিবৃতিতে মন্ত্রী জানিয়েছেন, গত ৫ বছরে আইএএফের Mi-17V5 হেলিকপ্টার চার বার দুর্ঘটনায় পড়েছে। তার মধ্যে রয়েছে গত ৮ ডিসেম্বরের ঘটনাও। এই দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৪ জন প্রাণ হারিয়েছেন। এই চারটি দুর্ঘটনায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
তামিলনাড়ুর ওয়েলিংটনে ভারতীয় সেনার এলিট শিক্ষা প্রতিষ্ঠান- ডিফেন্স স্টাফ কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে কুন্নুরে ভেঙে পড়ে হেলিকপ্টার(Helicopter)। গত ৮ ডিসেম্বর ভেঙে পড়েছিল সেনার কপ্টার। এই মর্মান্তিক দুর্ঘটনায় আগেই মৃত্যু হয়েছিল জেনারেল বিপিন রাওয়াত(Bipin Rawat) সহ ১৩ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। গত বুধবার হাসপাতালে থেমে যায় জীবনের সঙ্গে তাঁর লড়াই। প্রয়াত হন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহও।
আরও পড়ুন ; ভোপালে চোখের জলে চিরবিদায় কপ্টার দুর্ঘটনায় নিহত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহকে
কপ্টার দুর্ঘটনার দিন সুলুর এয়ারবেসে সস্ত্রীক জেনারেল রাওয়াতকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপটেন বরুণ সিংহ। দায়িত্ব ছিল, জেনারেল রাওয়াতকে কলেজের অনুষ্ঠানে পৌঁছে দেওয়া। ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজেরই ডাইরেক্টিং স্টাফ হিসেবে কর্মরত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং । কিন্তু ওয়েলিংটনে পৌঁছনোর আগেই ভয়াবহ কপ্টার ক্র্যাশ।
আদতে উত্তরপ্রদেশের দেওরিয়ার রুদ্রপুরের বাসিন্দা বরুণরা। বাবা কর্নেল কে পি সিং অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। বরুণের ভাই তনুজ, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার। আগাগোড়াই ডাকাবুকো গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। ২০২০-র ১২ অক্টোবরে বায়ুসেনার তেজস বিমান ওড়াবার সময়, সেটি হঠাৎ অকেজো হয়ে যায় মাঝ আকাশে। প্রায় ১০ হাজার ফুট উচ্চতা থেকে ধীরে ধীরে সেই বিমানকে নীচে নামিয়ে নিয়ে আসেন বরুণ। আর এই অসমসাহসিকতার জন্য গত অগস্ট মাসে, স্বাধীনতা দিবসে শৌর্যচক্রে সম্মানিত করা হয়েছিল গ্রুপ ক্যাপটেন বরুণ সিংহকে।