Fight Against Fake News: ভুয়ো খবর মোকাবিলায় নতুন যৌথ উদ্যোগ, মউ স্বাক্ষর করল এবিপি নেটওয়ার্ক এবং আইআইএম ইনদওর
ABP Network and IIM Indore sign MoU: এই মউ স্বাক্ষরের লক্ষ্য, এটা খতিয়ে দেখা, যে সমাজে এবং মানুষের মনে, ভুয়ো খবর কীভাবে জাঁকিয়ে বসছে এবং তা রুখতে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে।
নয়াদিল্লি: ভুয়ো খবরের উৎস কী? মানুষের মনে তার কী প্রভাব পড়ছে? ভুয়ো খবরের মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? সেবিষয়ে হাত মিলিয়ে এগোতে, এবার একটি মউ স্বাক্ষর করল এবিপি নেটওয়ার্ক (ABP Network) এবং আইআইএম ইনদওর (IIM Indore)। যার লক্ষ্য এক তথ্যসমৃদ্ধ এবং মুক্তচিন্তার সমাজ গড়ে তোলা।
ভুয়ো খবর মোকাবিলায় নতুন উদ্যোগ: ভুয়ো খবর মোকাবিলায় এক নতুন যৌথ উদ্যোগ। এবিপি নেটওয়ার্ক এবং IIM ইনদওরের মধ্যে স্বাক্ষরিত হল মউ। যার লক্ষ্য, এটা খতিয়ে দেখা, যে সমাজে এবং মানুষের মনে, ভুয়ো খবর কীভাবে জাঁকিয়ে বসছে এবং তা রুখতে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তথ্যসমৃদ্ধ এবং মুক্ত চিন্তার সমাজ গঠনের জন্য যা যা প্রয়োজন, তা প্রস্তুত করতে একসঙ্গে গবেষণার প্রক্রিয়া চালাবে, ABP নেটওয়ার্ক এবং IIM ইনদওর। দেশের নাগরিকদের ডিজিটাল মাধ্যমে শিক্ষিত করে তুলতে সচেতনতামূলক অভিযানও চালানো হবে।
এই চুক্তি প্রসঙ্গে ABP নেটওয়ার্কের CEO অবিনাশ পাণ্ডে বলেন, IIM ইনদওরের সঙ্গে যে ভাবনার আদান-প্রদান ঘটবে, তা মিডিয়া-জগতে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অবিনাশ পাণ্ডের কথায়, “IIM ইনদওরের সঙ্গে হাত মিলিয়ে, আমরা আগামী দিনে গঠনমূলক পেশাদার সম্পর্ক গড়ে তুলতে চাই। ABP নেটওয়ার্ক সবসময় তথ্যসমৃদ্ধ এবং মুক্ত সমাজ গঠনের প্রতি দায়বদ্ধ। এবার IIM ইনদওরের সঙ্গে এই চুক্তির মাধ্যমে ভুয়ো খবর চিহ্নিত করা, তার উৎস ও প্রভাব খুঁজে বার করা, ভুয়ো খবর মোকাবিলার পন্থা নির্ণয় করা এবং সাধারণ মানুষের সচেতনতা তৈরির কাজ চালিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আমরা আত্মবিশ্বাসী, ABP নেটওয়ার্ক এবং IIM ইনদওরের মধ্যে যে ভাবনার আদান-প্রদান ঘটবে, তা মিডিয়া-জগতে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’’
IIM ইনদওরের ডিরেক্টর, প্রফেসর হিমাংশু রাই বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে, ABP নেটওয়ার্কের জনপ্রিয়তা এবং IIM ইনদওরের মেধাকে কাজে লাগিয়ে, সচেতন দেশের ভিত তৈরি করা সম্ভব হবে। হিমাংশু রাইয়ের কথায়, “ABP নিউজের সঙ্গে এই মউ স্বাক্ষর করতে পেরে আমরা উচ্ছ্বসিত। IIM ইনদওর যেসব লক্ষ্য সামনে রেখে চলে, তার মধ্যে একেবারে সামনের সারিতে রয়েছে সামাজিক সচেতনতা। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে, ABP নেটওয়ার্কের জনপ্রিয়তা এবং IIM ইনদওরের মেধাকে কাজে লাগিয়ে, আমরা সচেতন দেশের ভিত তৈরি করতে পারব। আমাদের প্রথম কাজই হবে ভুয়ো খবরের মোকাবিলা। আমাদের মতে, ভুয়ো খবর শুধু ব্যক্তিগত সংবেদনশীলতাকেই আঘাত করে না, সামাজিক ঐক্য এবং দেশের নিরাপত্তার পক্ষেও তা বিপজ্জনক। এখান থেকে আমাদের যাত্রা শুরু হল।’’ ABP নেটওয়ার্কের কর্মীরা যাতে IIM ইনদওরে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ বা গবেষণার সুযোগ পান, সেই সংস্থানও থাকছে দুই প্রতিষ্ঠানের এই চুক্তিতে।
আরও পড়ুন: Agneepath Scheme: ৪ বছরের চাকরি, ৬.৯ লক্ষ টাকা বেতন, সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম আনল সরকার
Education Loan Information:
Calculate Education Loan EMI