ABP News: জনপ্রিয়তায় সেরা এবিপি নিউজ, ভারতে সবচেয়ে জনপ্রিয় হিন্দি খবরের চ্যানেল হিসেবে পুরস্কার জয়
ABP News Hindi Channel: মুম্বইয়ে ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমির তরফে আয়োজিত নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সেগমেন্টে ‘Most Popular Hindi News Channel’ হিসেবে এই পুরস্কার জিতে নিয়েছে এবিপি নিউজ।
নয়া দিল্লি: এই নিয়ে দ্বিতীয়বারের জন্য দেশের অন্যতম জনপ্রিয় নিউজ চ্যানেলের তকমা ছিনিয়ে নিল এবিপি নিউজ (ABP News)। মুম্বইয়ে ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমির তরফে আয়োজিত নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সেগমেন্টে ‘Most Popular Hindi News Channel’ হিসেবে এই পুরস্কার জিতে নিয়েছে এবিপি নিউজ। এই পুরস্কারটি তুলে দেন GR8 Entertainment Ltd. এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মিঃ শশী রঞ্জন এবং প্রখ্যাত অভিনেত্রী মহিমা চৌধুরী।
সামগ্রিকের পাশাপাশি এবিপি নিউজের দুই সঞ্চালক রুবিকা লিয়াকত এবং অখিলেশ আনন্দ ব্যক্তিগতভাবেও দুটি পুরস্কার জিতে নেন। যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে ‘Best Talk / Chat Show’ এর পুরস্কার ওঠে রুবিকার হাতে। অন্যদিকে, 'Ghanti Bajao' অনুষ্ঠানটির জন্য 'Best Show - News/Current Affairs' জিতে নেন অখিলেশ আনন্দ।
২২ তম এই আইটিএ অ্যাওয়ার্ডসে এবিপি নিউজ যে কেবল সর্বোচ্চ সংখ্যল পুরস্কার পেয়েছে তাইই নয়, ব্যক্তিগত বিভাগেও পুরস্কার ছিনিয়ে নিয়েছে একাধিক। জনপ্রিয়তায় সেরার এই পুরস্কার জয়ের পর এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পাণ্ডে বলেন, "আমি শশী রঞ্জন, অনু রঞ্জন এবং আইটিএ -কে বিশেষভাবে ধন্যবাদ দেব। আমাদের সাংবাদিক যারা দিনরাত পরিশ্রম করে চলেছেন সেরাটা দেওয়ার জন্য, এই পুরস্কার তাঁদের জন্যও। সবার মধ্য থেকে প্রশংসা পাওয়া নিঃসন্দেহে বড় অর্জন। এটাই বিশ্বাস করে এবিপি নেটওয়ার্ক। আর সেই কারণে ব্যবসায়িক মাধ্যমে আমরা দর্শকদের সেরাটাই দিয়ে যেতে পারি। এবিপি নিউজের সকলের তরফে আমি আমাদের দর্শকদের আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁরা ABP নিউজকে তাদের সবচেয়ে জনপ্রিয় হিন্দি নিউজ চ্যানেল হিসেবে ভোট দিয়েছেন। এবিপি নিউজ যে তাঁদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে রেখেছে এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি।"
পর পর টানা দু'বছর এই পুরস্কার জিতেছে এবিপি নিউজ। নেটওয়ার্কের শক্তিশালী প্রোগ্রামিং এবং নিরপেক্ষ খবর পরিবেশন করার যে ঘরনা রয়েছে, তার জেরেই দর্শকদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে এবিপি নিউজ।