Agnipath Scheme Violence: অগ্নিপথের নিয়োগের বিরোধিতায় জ্বলছে একের পর এক রাজ্য
Agnipath Scheme Violence Latest Updates: অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, রেলে হামলা, বাতিল ট্রেন। দেখতে থাকুন অগ্নিপথ বিক্ষোভের সব আপডেট

Background
অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র ১২ রাজ্য। সেকেন্দ্রাবাদে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, মৃত ১। আহত ১৩। বিহারের (Bihar) লখিসরাইয়ে ট্রেনে আগুন, ভাঙচুর। মৃত্যু যাত্রীর।
অগ্নিপথের বিরোধিতায় অগ্নিগর্ভ বিহার। সমস্তিপুর (samastipur), লখিসরাই, সুপৌল,ইসলামপুর, দানাপুরে- ৬টি ট্রেনে আগুন। সাসারামে পুলিশের উপর গুলি চালানোর অভিযোগ।
নিয়োগ-বিতর্কে তুলকালাম বিহারের বেতিয়ায় (Betia)। উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতে হামলা সশস্ত্র দুষ্কৃতীদের। ভাঙচুর বিজেপির রাজ্য সভাপতির বাড়িতেও।
উত্তরপ্রদেশের (Uttarpradesh) মথুরা থেকে রাজস্থানের ভরতপুর। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ-আরপিএফের তুমুল সংঘর্ষ, পাথরবৃষ্টি। আন্দোলন-আঁচ দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ডেও।
কেন্দ্রের অগ্নিপথ-বিরোধিতায় দেশজুড়ে আন্দোলন। স্টেশনে স্টেশনে ভাঙচুর-আগুন। তাণ্ডব রাস্তাতেও। ভোগান্তি চরমে। হরিয়ানা, বিহারে বন্ধ ইন্টারনেট।
অগ্নিপথ আন্দোলনের ঢেউ বাংলায় (West Bengal)। হাওড়া ব্রিজে বিক্ষোভ। পুরুলিয়া শহরের কাছে অবরোধ। নিউ জলপাইগুড়িতে উত্তেজনা। ট্রেন আটকে ২ ঘণ্টার বিক্ষোভ ঠাকুরনগরে।
অগ্নিপথে নিয়োগ শুরু খুব তাড়াতাড়ি, আশ্বাস সেনা ও বায়ুসেনা প্রধানের। সুযোগের সদ্ব্যবহার করুন, আহ্বান রাজনাথের। মোদি শুধু বন্ধুদের কথা শোনেন, ট্যুইট রাহুলের।
Agnipath Row Update : প্রতিবাদের নামে তাণ্ডবে বিপর্যস্ত রেল, স্টেশনে তাণ্ডব, বিভিন্ন জায়গায় অবরোধের প্রভাব বাংলাতেও
প্রতিবাদের নামে তাণ্ডবে বিপর্যস্ত রেল। স্টেশনে তাণ্ডব, বিভিন্ন জায়গায় অবরোধের প্রভাব বাংলাতেও। বহু ট্রেন বাতিল। যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ।
Agnipath Protest 2022 : অগ্নিপথের নিয়োগের বিরোধিতায় জ্বলছে একের পর এক রাজ্য
অগ্নিপথের নিয়োগের বিরোধিতায় জ্বলছে একের পর এক রাজ্য।বিহারের তারেগানায় জিআরপিকে লক্ষ্য করে গুলি। জেহানাবাদ, রোহতাসে হামলা।






















