Air India Emergency Landing: মাঝ আকাশে পোড়া গন্ধ, মাসকটে নামল এয়ার ইন্ডিয়ার বিমান
Air India Flight: কালিকট থেকে দুবাই যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে পোড়া গন্ধ মেলায় বিমান ঘুরিয়ে মাসকাটে অবতরণ করানো হয়।
নয়াদিল্লি: মাঝ আকাশে হঠাৎ পোড়া গন্ধ। ওমানের মাসকাটে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার বিমান। কালিকট থেকে দুবাই যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে পোড়া গন্ধ মেলায় বিমান ঘুরিয়ে মাসকাটে অবতরণ করানো হয়। যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।
ফের মাঝ-আকাশে বিপদ। কালিকট থেকে দুবাই যাচ্ছিল বিমানটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তখনই কোনওভাবে পোড়া গন্ধ পাওয়া যায়। মাঝ আকাশে কেবিনে পোড়া-গন্ধ পাওয়া যাওয়ার পর তৎক্ষণাৎ বিমানের মুখ ঘুরিয়ে দেওয়া হয় ওমানের দিকে। মাসকটের দিকে মুখ ঘুরিয়ে দেওয়া হয় বিমানের। সেখানেই সাবধানে নামানো হয়। গোটা ঘটনার তদন্ত করা হবে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (DGCA) তরফে।
Air India Express aircraft VT-AXX operating flight IX-355 (Calicut-Dubai) diverted to Muscat as during Cruise, a burning smell emitted from one of the vents in the forward galley: DGCA
— ANI (@ANI) July 17, 2022
করাচিতেও অবতরণ:
একই দিনে আরও একটি আন্তর্জাতিক বিমান জরুরি অবতরণ করেছে পাকিস্তানে। শারজা থেকে হায়দরাবাদ আসার পথে ইন্ডিগোর 6E-1406 বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বলে জানা গিয়েছে। বিমান সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, শার্জা থেকে হায়দরাবাদ আসার পথে 6E-1406 বিমানটিকে করাচি অভিমুখে ঘোরাতে হয়। পাইলটের চোখে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। তার পরই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। সতর্কতামূলক ভাবে বিমানটিকে করাচিতে নামানো হয়। একটি অতিরিক্ত বিমান পাঠানো হচ্ছে করাচিতে। তাতে চাপিয়ে যাত্রীদের হায়দরাবাদ আনা হবে। গত দুই সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার করাচিতে ভারতের বিমানের অবতরণ করানো হয়। গত জুলাইয়ে দিল্লি থেকে দুবাই যাওয়ার পথে ককপিটে সমস্যা দেখা যায় স্পাইস জেটের বিমানে।