চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল
পরিবারের অভিযোগ,ভর্তির (Admission) পর থেকেই রোগীর সঙ্গে একবারও দেখা করতে দেওয়া হয়নি। ভিডিও কলে (Video Call) কয়েকবার কথা বলানো হয়।রবিবার পরিবারের সদস্যরা জানতে পারেন, রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল বেসরকারি হাসপাতালের (Private Hospital) বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার বাইপাসের ধারে ডিসান হাসপাতালে (Desun Hospital) ভর্তি হন ঠাকুরপুকুরের (Thakurpukur) বাসিন্দা সরস্বতী পাল। শনিবার ওপেন হার্ট সার্জারি (Open Heart Surgery) হয়।
পরিবারের অভিযোগ, ভর্তির (Admission) পর থেকেই রোগীর সঙ্গে একবারও দেখা করতে দেওয়া হয়নি। ভিডিও কলে (Video Call) কয়েকবার কথা বলানো হয়। এই মাঝে শনিবার ওপেন হার্ট সার্জারি হয়। রবিবার পরিবারের সদস্যরা জানতে পারেন, রোগিণীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এর কিছুক্ষণ পরেই রাত সোয়া ৯টা নাগাদ ৬২ বছরের ওই মহিলার মৃত্যু হয়। সেইসময় আইসিইউ-তে (ICU) কোনও অভিজ্ঞ চিকিত্সক ছিলেন না বলে মৃতের পরিবারের অভিযোগ। এরপরই আনন্দপুর থানার (Anandapur Police Station) দ্বারস্থ হয় পরিবার। ডিসান হাসপাতালের (Desun Hospital) বিরুদ্ধে চিকিত্সার গাফিলতির অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
চলতি মাসেই জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই সদ্যোজাতর মৃত্যু (New Born Death) ঘিরে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ঘাটালে (Ghatal)। চিকিৎসায় (Treatment) গাফিলতির অভিযোগ ওঠে নার্সিংহোমের (Nursinghome) বিরুদ্ধে। কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রাজলক্ষ্মী নার্সিংহোম। ১৪ নভেম্বর, রবিবার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেবরার বাসিন্দা সোমা দাস। পরিবার সূত্রে খবর, ওই দিনই কন্যাসন্তানের জন্ম দেন তিনি। নার্সিংহোমের তরফে জানানো হয়, মা ও শিশুকন্যা ভাল রয়েছে। কিন্তু অভিযোগ, জন্মের কয়েক ঘণ্টারমধ্যেই শিশুর অবস্থার অবনতি হয়। ওই সময় কোনও বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটিকে দেখেননি বলে অভিযোগ পরিবারের। পরিবারের আরও অভিযোগ, অবস্থার আরও অবনতি হলে শিশুটিকে মোটরবাইকে করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যান নার্সিংহোমের এক কর্মী। সেখানেই মৃত্যু হয় সদ্যোজাতর।