Amarnath Cloudburst: নতুন করে বিপর্যয়ের আশঙ্কা, যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকার্য, অমরনাথে এখনও নিখোঁজ ৪০
Amarnath Yatra: শুক্রবার রাতে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে অমরনাথ যাত্রায়। ফের তার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর।
নয়াদিল্লি: অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) ফের বিপর্যয়। মেঘভাঙা (Amarnath cloudburst) বৃষ্টিতে (Heavy Rainfall) ছত্রখান তীর্থযাত্রা। এখনও পর্যন্ত ১৬ জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর মিলেছে। ৪০ জন তীর্থযাত্রী এখনও নিখোঁজ। নিরাপদে উদ্ধার করা গিয়েছে প্রায় ১৫ হাজার তীর্থযাত্রীকে। গোটা জম্মু-ও কাশ্মীরে জারি হয়েছে উচ্চ সতর্কতা। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং তেহসিলদারদের মাধ্যমে চলছে উদ্ধারকার্য।
মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় অমরনাথ যাত্রায়
Indian Air Force has pressed its transport and helicopter assets into service for rescue and relief operations at #Amarnath. Mi-17V5 helicopters have inducted NDRF and civil administration personnel at Panchtarni and rescued 21 survivors: Indian Air Force pic.twitter.com/oQZiwlQi5X
— ANI (@ANI) July 9, 2022
শুক্রবার রাতে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে অমরনাথ যাত্রায়। ফের তার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। তাতেই জোর কদমে শুরু হয়েছে উদ্ধারকার্য। প্রশাসনের তরফে নোটিস প্রকাশ করে বলা হয়েছে, একাধিক জেলায় মেঘভাঙা বৃষ্টি বিপর্যয় ডেকে এনেছে। ভারী বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জলস্তর। এই পরিস্থিতিতে সমস্ত প্রশাসনিক বিভাগকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: Amarnath Update: অমরনাথে মেঘভাঙা বৃষ্টি, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
মেঘভাঙা বৃষ্টিতে কী চরম বিপর্যয় নেমে এসেছে, তার ছবি সামনে এসেছে ইতিমধ্যেই। তাতে দেখা গিয়েছে, পবিত্র স্থানের সন্নিকটে তৈরি কমিউনিটি কিচেনগুলি জল-কাদায় ঢেকে গিয়েছে। তীর্থযাত্রীদের খাটানো তাঁবুগুলি জল-কাদার সঙ্গে লেপ্টে রয়েছে। শুক্রবার বিকেল ৪.৩০ থেকে ৬.৩০টার মধ্যে সেখানে ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Jammu & Kashmir | In view of possible incidents of cloudbursts, all SDMs, Tehsildars of Ramban district have been ordered to remain on high alert pic.twitter.com/g4vdzrZoeB
— ANI (@ANI) July 9, 2022
যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকার্য
এখনও ওই এলাকা থেকে তীর্থযাত্রীদের উদ্ধারের কাজ চলছে। ভারতীয় বায়ুসেনার তরফে হেলিকপ্টার পাঠানো হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী Mi-17V5 হেলিকপ্টার নিয়ে উদ্ধারকার্যে নেমেছে। পঞ্চতারিণী থেকে ২১ জনকে উদ্দার করা গিয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা। এখনও পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে তারা।