Amazon Festival Sale : আকর্ষণীয় ছাড় দিচ্ছে অ্যামাজন, করবা চওথের আগে কিনে ফেলুন মেহেন্দি ট্যাটু ও পুজোর সামগ্রী
অ্যামাজনে পাওয়া যাচ্ছে স্বল্প সময়ের জন্য মেহেন্দি ট্যাটু। যা ওয়াটার-প্রুফ বলে দাবি করা হচ্ছে। ৫ থেকে ৭ দিন টেকসই হবে..
নয়া দিল্লি : আগামী ২৪ অক্টোবর করবা চওথ। এই উপলক্ষ্যে পুজোর সামগ্রীর হোম ডেলিভারি দিচ্ছে অ্যামাজন। মিলছে পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রী, ব্রত কথার বই, ক্যালেন্ডার ও বিভিন্ন দেব-দেবীর মূর্তি। এর পাশাপাশি অ্যামাজনে পাওয়া যাচ্ছে স্বল্প সময়ের জন্য মেহেন্দি ট্যাটু। যা ওয়াটার-প্রুফ বলে দাবি করা হচ্ছে। ৫ থেকে ৭ দিন থাকবে।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
Voorkoms Mehndi (করবা চওথ স্পেশাল) ট্যাটু : করবা চওথের দিনে যদি প্রস্তুতি-পর্ব সেরে মেহেন্দি করার সময় না হয়ে ওঠে, তার জন্য Voorkoms Mehndi নিয়ে রাখুন। যার প্রকৃত মূল্য ৪৯৯ টাকা। কিন্তু, অ্যামাজন সেলে পাবেন ২৬৫ টাকায়। এই মেহেন্দির ডিজাইনটি খুবই সুন্দর। একেবারে জল-নিরোধক এবং ৫ থেকে ৭দিন থাকবে।
করবা চওথ স্পেশাল ট্যাটুর ছাড়গুলি দেখুন
Glan Stainless Steel Karwachauth Puja Thali Set(স্পেশাল করবা চওথ পুজো থালি) : করবা চওথ উপলক্ষ্যে নতুন Thali ব্যবহার করে পুজো করার রীতি রয়েছে। মাত্র ৩৯৫ টাকায় পুজো থালি রয়েছে অ্যামাজনে। এর প্রকৃত মূল্য ৪৯৯ টাকা। কিন্তু, ১০০ টাকা ছাড় রয়েছে। স্টিলের এই Thali মিলছে বিভিন্ন রঙে। এই থালি জরি-ফিতা ও কাপড় দিয়ে সুসজ্জিত ।
স্পেশাল করবা চওথ পুজো থালি : ক্লিক করুন এই লিঙ্কে
KSI Karwa Set| Shringaar Items : করবা চওথের পুজোয় ব্যবহৃত হয় Shringaar Items। যা অ্যামাজনে অর্ডার করতে পারেন। মাত্র ৬৯৯ টাকায়। যদিও এর প্রকৃত দাম ১ হাজার ২৯৯ টাকায়। তবে, ৬০০ টাকা ডিসকাউন্ট মিলছে।
এই লিঙ্কে ক্লিক করে অফারগুলি দেখুন
Shiv Family Parivar Idol Statue : করবা চওথের পুজো উপলক্ষে আপনি যদি সপরিবার ভগবান শিবের মূর্তি কিনতে চান, তা মিলবে অ্যামাজন থেকে। মাত্র ২ হাজার ১৯৫ টাকায়। ধাতুর তৈরি এই মূর্তির প্রকৃত দাম ২ হাজার ৯০০ টাকা। কিন্তু, এতে ভাল ছাড় মিলছে। 5 x 3 x 6 ইঞ্চির এই মূর্তি পরিষ্কার করা যাবে ভেজা কাপড় দিয়ে।