(Source: ECI/ABP News/ABP Majha)
Andhra Pradesh Bus Accident: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, নদীতে বাস উল্টে চালকসহ ৯ জনের মৃত্যু
শুরু হয়েছে উদ্ধারকার্য। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি (CM YS Jagan Mohan Reddy)।
পশ্চিম গোদাবরী: অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) ভয়াবহ দুর্ঘটনা। জাল্লেরু নদীতে (Jalleru River) বাস উল্টে (Bus Accident) চালকসহ ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। পশ্চিম গোদাবরী (West Godavari) জেলার জাঙ্গারেড্ডি গুডেম মন্ডলের জিলেরুভাগুতে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ৩০ জন যাত্রী নিয়ে ফিরছিল স্টেট রোড ট্রান্সপোর্টের (State Road Transport Bus) এই বাসটি। সেই সময়েই ব্রিজ থেকে নদীতে পড়ে যায়।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকার্য। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি (CM YS Jagan Mohan Reddy)। পাশাপাশি মৃতের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
উল্লেখ্য, আজ ৭ দিনের লড়াই শেষে, প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ (Group Captain Varun Singh)। জেনারেল রাওয়াতের (CDS Rawat) কপ্টার দুর্ঘটনায় ( TamilNadu Chopper Crash)আগেই মৃত্যু হয়েছিল ১৩ জনের। এবার বেঙ্গালুরুর হাসপাতালে প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে জেনারেল রাওয়াতের কপ্টার । ওই দিনই জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয় । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের প্রয়াণে শোকাহত, ট্যুইট প্রধানমন্ত্রীর।
ল্যান্ডিংয়ের কিছুক্ষণ আগে হঠাৎই বায়ুসেনার নির্ভরযোগ্য Mi-17 v5 কপ্টার সটান গিয়ে আছড়ে পড়ে নীলগিরির বুকে! যে ঘটনা প্রাণ কেড়েছে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ ১৩ জনের। ভয়াবহ এই দুর্ঘটনায় বরাত জোরে একমাত্র রক্ষা পেয়েছেন গ্রুপ ক্যাপটেন বরুণ সিংহ।
গত বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তামিলনাড়ুর ওয়েলিংটন থেকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরে। বুধবার সুলুর এয়ারবেসে সস্ত্রীক জেনারেল রাওয়াতকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপটেন বরুণ সিংহ। দায়িত্ব ছিল, জেনারেল রাওয়াতকে কলেজের অনুষ্ঠানে পৌঁছে দেওয়া। ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজেরই
ডাইরেক্টিং স্টাফ হিসেবে কর্মরত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং । কিন্তু ওয়েলিংটনে পৌঁছনোর আগেই ভয়াবহ কপ্টার ক্র্যাশ!! একমাত্র জীবিত উদ্ধার করা হয় বরুণ-কে। আদতে উত্তরপ্রদেশের দেওরিয়ার রুদ্রপুরের বাসিন্দা বরুণরা। বাবা কর্নেল কে পি সিং অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। বরুণের ভাই তনুজ, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার। আগাগোড়াই ডাকাবুকো গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ।