Anubrata Mondal : বাংলার মামলায় দিল্লিতে এনে কেন জেরা করতে হবে? এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত
গরুপাচার মামলায় এবার ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। একই মামলায় সায়গল হোসেনকে দিল্লি এনে জেরা করা হচ্ছে।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : গরুপাচার মামলায় এবার ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি। সেই আবেদন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।
বাংলার মামলায় দিল্লিতে এনে কেন জেরা করতে হবে? এই প্রশ্ন তুলে অনুব্রতর পক্ষে দিল্লি হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। একই মামলায় সায়গল হোসেনকে দিল্লি এনে জেরার যুক্তি ইডি-র। অনুব্রতর আবেদন-মামলা পাঠানো হল সায়গল-মামলার বিচারপতির এজলাসে।
যে আইনি পদ্ধতিতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল, সেই একই পদ্ধতি অনুব্রতর ক্ষেত্রেও ব্যবহার করছে ইডি। শুক্রবার দিল্লির আদালতে ইডির আবেদনে দাবি করা হয়, সায়গল হোসেনের ‘বস’ অনুব্রত মণ্ডল। সায়গলকে যে মামলায় গ্রেফতার করা হয়েছিল, সেই একই মামলায় অনুব্রত মণ্ডলকেও আসানসোল জেল থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। CRPC’র ২৬৭ নম্বর ধারা অনুযায়ী, আমরা প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার আবেদন জানাচ্ছি।
তখন অনুব্রত মণ্ডলের আইনজীবী মুদিত জৈন বলেন, ইডির আবেদনের কপি তাঁদেরও দেওয়া হোক। বিচারক তাতে সম্মতি দিয়ে বলেন,মঙ্গলবার অর্থাৎ ২২ নভেম্বর, ইডির আবেদনের ওপর সওয়াল-জবাব শুনবেন। ওইদিনই বোঝা যাবে, অনুব্রত মণ্ডলকে ইডি দিল্লি নিয়ে যেতে পারবে কী পারবে না। আর ইডি অনুব্রত মণ্ডলকে এবার দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করা মাত্রই, সম্প্রতি অনুব্রত মণ্ডল সম্পর্কে ফিরহাদ হাকিমের একটি মন্তব্যকে হাতিয়ার করে কটাক্ষ করে ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ।
View this post on Instagram