Army Day 2022 Parade: রাত পোহালেই সেনা দিবস, জেনে নিন দিনটির গুরুত্ব
Army Day 2022 Parade: ৯৪৯ সালের ১৫ জানুয়ারি শেষ ব্রিটিশ কম্যান্ডার-ইন-চিফ জেনারেল ফ্রান্সিস বুচার লেফটেন্যান্ট জেনারেল কেএম কারিয়াপ্পার হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
![Army Day 2022 Parade: রাত পোহালেই সেনা দিবস, জেনে নিন দিনটির গুরুত্ব Army Day 2022: Get to know about parade, when and where to watch this event and other details Army Day 2022 Parade: রাত পোহালেই সেনা দিবস, জেনে নিন দিনটির গুরুত্ব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/14/cbc8dad25778488e2052b01b3f33aaf7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিভাজনের দুঃসহ স্মৃতির বোঝা আজও বয়ে বেড়াচ্ছে দেশ। একই সঙ্গে দেশের সার্বভৌমিকতা এবং অখণ্ডতর ৭৫ বছর পূর্ণ হতে চলেছে। এই সুদীর্ঘ যাত্রাপথে দেশের সীমায় অতন্দ্র পাহারায় রয়েছে যে সেনা, শনিবার, ১৫ জানুয়ারি তাঁদের সম্মানে সেনা দিবস পালিত হচ্ছে গোটা দেশে। এই দিনটির তাৎপর্য কী, বিশেষ দিনটিতে সেনার কুচকাওয়াজ দেখবেন কী ভাবে, জেনে নিন খুঁটিনাটি।
রাত পোহালেই ৭৪তম সেনা দিবস (Indian Army Day)। প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস পালিত হয়। এই দিনটিতে দেশের বীর সেনা, যাঁরা দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন, তাঁদের সম্মান জানানো হয়। পদাতিক, নৌ এবং বায়ুসেনার সদর দফতরগুলিতে মহাসমারোহে পালিত হয় এই বিশেষ দিনটি। করোনার জেরে এ বারে বিধিনিষেধ মেনে পালন করা হবে সেনা দিবস।
শনিবার নয়াদিল্লির কেএম কারিয়াপ্পা ময়দানে সচক্ষে দেখা যাবে সেনার কুচকাওয়াজ। সকাল ১০টা বেজে ২০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে। এ ছাড়াও ভারতীয় সেনার ফেসবুক অ্যাকাউন্ট https://www.facebook.com/Indianarmy.adgpi, টুইটার হ্যান্ডল https://twitter.com/adgpi এবং ইউটিউব চ্যানেল https://www.youtube.com/adgpi-indianarmy-এ সরাসরি সম্প্রচার দেখতে পাবেন আগ্রহীরা।
#ArmyDay
— ADG PI - INDIAN ARMY (@adgpi) January 13, 2022
Watch the live coverage of #ArmyDayParade from KM Cariappa Parade Ground, #NewDelhi from 10:20 am on 15 January 2022. To watch, click on the following links.https://t.co/6vc9YX9XjPhttps://t.co/5MZUpWJsj6https://t.co/0ePDGAzS8P#AmritMahotsav pic.twitter.com/qKcd5EFRUk
এ বছর সেনা দিবসে ড্রোন, হালকা ওজনের আধুনিক হেলিকপ্টার, হ্যাল-এর (Hindustan Aeronautics Limited/HAL) তৈরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার যোগ্য কপ্টার-সহ অস্ত্রশস্ত্রের প্রদর্শন করবে সেনা। দেশবাসীর সামনে তুলে ধরা হবে বিএলটি টি-৭১ ॥ভারত রক্ষক ট্যাঙ্ক’ ১৫৫ মিলিমিটারের সোল্টাম বন্দুক এবং ‘ব্রাহ্মোস’ ক্ষেপণাস্ত্র।
১৮৯৫ সালের ১ এপ্রিল ভারতীয় সেনাবাহিনীর প্রতিষ্ঠা হয়। কিন্তু ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি শেষ ব্রিটিশ কম্যান্ডার-ইন-চিফ জেনারেল ফ্রান্সিস বুচার লেফটেন্যান্ট জেনারেল কেএম কারিয়াপ্পার হাতে ক্ষমতা হস্তান্তর করেন। কারিয়াপ্পান দেশের প্রথম সেনাপ্রধান। সেই থেকেই ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)