Owaisi Rejects Z Security: ‘এ ক্যাটেগরির নাগরিক হতে দিন’, জেড নিরাপত্তা ফিরিয়ে বললেন ওয়েসি
asaduddin owaisi rejects z security: ওয়েসি বলেছেন, ওই ঘটনায় প্রশ্ন এটাই যে, ওই তরুণদের উস্কানি দিল কে। আমরা ঘৃণার জবাব ভালোবাসার মাধ্যমে দেব। উত্তরপ্রদেশের জনতা এই গুলির জবাব ভোটের বাক্সে দেবেন।
![Owaisi Rejects Z Security: ‘এ ক্যাটেগরির নাগরিক হতে দিন’, জেড নিরাপত্তা ফিরিয়ে বললেন ওয়েসি asaduddin owaisi rejects z security given after car attacked in uttar pradesh Owaisi Rejects Z Security: ‘এ ক্যাটেগরির নাগরিক হতে দিন’, জেড নিরাপত্তা ফিরিয়ে বললেন ওয়েসি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/add5eda13219be97a197901b26cf0cdc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েসি উত্তরপ্রদেশে তাঁর গাড়িতে গুলি চালানোর ঘটনা সম্পর্কে সংসদে বক্তব্য রেখেছেন। ওয়েসি বলেছেন, এই ঘৃণার অবসান হওয়া উচিত, এই বিদ্বেষে ইতি টানুন। এটা আপনাদের দায়িত্ব।
ওয়েসি বলেছেন, ওই ঘটনায় প্রশ্ন এটাই যে, ওই তরুণদের উস্কানি দিল কে। আমরা ঘৃণার জবাব ভালোবাসার মাধ্যমে দেব। উত্তরপ্রদেশের জনতা এই গুলির জবাব ভোটের বাক্সে দেবেন। এআইএমআইএম নেতা ওয়েসি বলেছেন, আমার জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রয়োজন নেই। আমাকে এ ক্যাটেগরির নাগরিক করুন। আমার মনে হয় গরিবদের জীবন রক্ষা জরুরি। যখন দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘণের ঘটনা সামনে এসেছিল, তখন আমি বলেছিলাম, এটা একেবারেই ভুল হয়েছে। এই ঘৃণা ও বিদ্বেষের রাজনীতির অবসান হওয়া উচিত।
উল্লেখ্য, গতকাল তাঁর ওপর হামলার ঘটনার পর কেন্দ্র তাঁকে কেন্দ্রীয় আধা সেনা বাহিনী (সিআরপিএফ)-র কমান্ডোদের দ্বারা জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্রীয় সরকারের আধিকারিক সূত্রে জানানো হয়েছিল যে, ওয়েসির নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা সিআরপিএফ কমান্ডো মোতায়েন থাকবে।
পশ্চিম উত্তরপ্রদেশে ভোটের প্রচারে অংশগ্রহণ করে দিল্লি ফিরে আসার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
মিম প্রধান বৃহস্পতিবার জানিয়েছিলেন যে, মেরঠের কাছে কিঠৌরে জনসভা সেরে দিল্লি ফেরার পথে ছাযারসি টোল প্লাজার কাছে দু'জন আমার গাড়ি লক্ষ করে গুলি ছুড়তে থাকে। মোট ৩-৪ রাউন্ড গুলি ছোড়া হয়। আমার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পরে অন্য গাড়িতে ঘটনাস্থল থেকে রওনা হয়ে যাই।
প্রসঙ্গত, কয়েকদিন পরই হাইভোল্টেজ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন হবে। যা শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। চলবে ৭ মার্চ পর্যন্ত। সেই জন্যই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ভোট প্রচার চালাচ্ছেন ওয়েইসিও। এরইমধ্যে তাঁর ওপর হামলার ঘটনা ঘটল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)