Bangladesh Protest Update: সেনার আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা, বাংলাদেশের 'সব দায়িত্ব নেওয়া' সেনাপ্রধানের উত্থান কীভাবে ?
General Waker-Uz-Zaman : বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের আবহেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবন গণভবন ছেড়ে চলে যান ৭৬-এর হাসিনা। এরপরই দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন জেনারেল
![Bangladesh Protest Update: সেনার আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা, বাংলাদেশের 'সব দায়িত্ব নেওয়া' সেনাপ্রধানের উত্থান কীভাবে ? Bangladesh Chief of Army Staff General Waker-Uz-Zaman announces to take full responsibility and formation of interim government know his career Bangladesh Protest Update: সেনার আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা, বাংলাদেশের 'সব দায়িত্ব নেওয়া' সেনাপ্রধানের উত্থান কীভাবে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/05/9eed461f728bf5fe6181cd924dd218b01722858736300170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার কিছু পরেই সাংবাদিক বৈঠক করেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামান। সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, তিনি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করবেন। শুধু তা-ই নয়, প্রত্যয়ের সঙ্গে তিনি বলেন, 'সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন। আমি সব দায়-দায়িত্ব নিচ্ছি।'
বাংলাদেশে বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের আবহেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবন গণভবন ছেড়ে চলে যান ৭৬-এর হাসিনা। এরপরই দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, 'আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করব। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনাদের যত দাবি আছি সেগুলো পূরণ করব। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনব। আমি নিশ্চিত যে, আপনারা যদি আমার কথামতো চলেন, আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করেন, তাহলে নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব।'
কিন্তু, শেখ হাসিনার পরে বাংলাদেশের শাসনভার নিতে চলা এই জেনারেল ওয়াকার-উজ-জামান আসলে কে ?
প্রায় চার দশক ধরে বাংলাদেশ সেনার সঙ্গে জড়িত তিনি। রাষ্ট্রসংঘের শান্তিদূত হিসাবে তিনি দু'বার সফরও করেছেন। জুন মাসেই তাঁর চিফ অফ আর্মি স্টাফ হিসাবে মেয়াদ শুরু হয়। তাঁর আগে এই দায়িত্বে ছিলেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। দীর্ঘ কেরিয়ারে তিনি পদাতিক বাহিনী, স্বাধীন পদাতিক বাহিনী ও পদাতিক ডিভিশনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর তত্ত্বাবধানে কর্মী নিয়োগের মধ্যে রয়েছে পদাতিক ব্রিগেড, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এবং আর্মি হেডকোয়ার্টার। বাংলাদেশ সেনার আধুনিকীকরণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।
বাংলাদেশে মিলিট্যারি অ্যাকাডেমি থেকে শিক্ষাগ্রহণ। এরপর মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও গ্রেট ব্রিটেনে জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে পড়াশোনা করেছেন। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে অ্যাডভান্স ডিগ্রি রয়েছে ওয়াকার উজ জামানের। আর্মড ফোর্স ডিভিশনে শেখ হাসিনার প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার হিসাবে, জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের প্রতিরক্ষা কৌশল এবং বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক স্তরে শান্তিস্থাপনের কাজে নিযুক্ত ছিলেন।
আরও পড়ুন ; কোথায় গেলেন শেখ হাসিনা ? ভারতেই কি আশ্রয় নিচ্ছেন ? এল বড় আপডেট....
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)