Bangladesh Violence : ' আমরা কি বাংলাদেশকে ভয় পাচ্ছি?' , এবার অশান্তি প্রসঙ্গে মোদির 'নীরবতা' নিয়ে প্রশ্ন বিজেপির অন্দরেই !
' আমরা ভীতুর মতো তালিবানের সঙ্গে কথা বলতে চাইলাম! এরপর কি মলদ্বীপকেও আমরা ভয় পাব? ' ...কেন্দ্রের অস্বস্তি বাড়ালেন বিজেপিরই রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী
বাংলাদেশে অশান্তি নিয়ে কেন প্রতিবাদ জানাচ্ছে না মোদি সরকার? এই প্রশ্ন আগেও তুলেছে, আবারও তুলল তৃণমূল ! তবে এবার বিরোধী শিবির থেকে শুধু নয়, একই রকম প্রসঙ্গ উঠে এল বিজেপির নিজের পরিবার থেকেই । এবার বাংলাদেশ প্রসঙ্গে মোদির নীরবতা নিয়ে ট্যুইটারে প্রশ্ন তুললেন কেন্দ্রের অস্বস্তি বাড়ালেন বিজেপিরই রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী !
' বাংলাদেশে হিন্দুদের গণহত্যা নিয়ে বিজেপি সরকার প্রতিবাদ করছে না কেন? আমরা কি বাংলাদেশকে ভয় পাচ্ছি? লাদাখে চিনা আগ্রাসনের পরে তালিবান আফগানিস্তান দখল করে নিল! তখন আমরা ভীতুর মতো তালিবানের সঙ্গে কথা বলতে চাইলাম! এরপর কি মলদ্বীপকেও আমরা ভয় পাব? '
বলাই বাহুল্য, স্বামীর এই মন্তব্যে অস্বস্তি তৈরি হয়েছে গেরুয়া শিবিরে।
Why is BJP govt not protesting on the issue of the developing genocide of Hindus in Bangla Desh? Are we afraid of BD? After the fear of Chinese aggression in Ladakh, we are cowed by Taliban take over of Afghanistan and want to talk with them. Will we be next afraid of Maldives?
— Subramanian Swamy (@Swamy39) October 20, 2021
এরপর একের পর এক ট্যুইটে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন তিনি। প্রশ্ন তোলেন কেন এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকার কোনও ভূমিকা নিচ্ছে না? এই প্রশ্ন সম্প্রতি উঠে এসেছে তৃণমূলের পক্ষ থেকেও। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ' দল হিসেবে বলছি নিন্দনীয় বিষয়, এটা খেদ প্রকাশ করেছি, কিন্তু প্রধানমন্ত্রী নীরব কেন? তিনি তো ওদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন' যদিও বিজেপির তরফে খোঁচা দেওয়া হয়েছে তৃণমূলকেই। তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'এখানকার সরকারের তো বাংলাদেশে অশান্তি নিয়ে কোনও পদক্ষেপ নেই, মুখ্যমন্ত্রী তো শেখ হাসিনাকে বলতেই পারেন কিছু একটা করুন, তেমনটা তো বলছেন না'। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও বলেন, 'ভারত সরকারের পাশে থাকা উচিত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক, মুখ্যমন্ত্রী কথা বললে ভালো হত' এভাবেই, ওপার বাংলায় অশান্তির প্রতিবাদ যেমন হচ্ছে, তেমনই এই বিষয়টিকে চলে এসেছে রাজনীতির আবর্তেও।