Bank Recruitment 2022: ৮৯,০০০ টাকা বেতন, এই ব্যাঙ্কে ৩০০-র বেশি পদে হবে নিয়োগ
Indian Bank Recruitment 2022: ব্যাঙ্কে চাকরি করতে চাইলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক।
Indian Bank Recruitment 2022: ব্যাঙ্কে চাকরি করতে চাইলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। স্পেশ্যাল অফিসার (SO) পদে হবে নিয়োগ। এই নিয়োগের জন্য আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা 14 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগ অভিযানের মাধ্যমে মোট 312 টি পদ পূরণ করা হবে। প্রার্থীরা ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট indianbank.in এ গিয়ে আবেদন করতে পারেন।
Indian Bank Recruitment 2022: এখানে শূন্যপদের বিবরণ দেওয়া হল
সিনিয়র ম্যানেজার (ক্রেডিট) - 10 টি পদ।
ম্যানেজার (ক্রেডিট) - 50 টি পদ।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Accounts)-৫ টি পদ।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(Industrial Development Officer) -50 টি পদ।
Indian Bank Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
ইন্ডিয়ান ব্যাঙ্কের এই নিয়োগের মাধ্যমে অনেক পদে নিয়োগ করা হবে। এর জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এই সম্পর্কিত তথ্যের জন্য প্রার্থীরা অফিশিয়াল সাইটের সাহায্য নিতে পারেন।
Indian Bank Recruitment 2022: বেতন কাঠামো
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্পেশালিস্ট অফিসার পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 36 হাজার টাকা থেকে 89,890 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Indian Bank Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
ব্যাঙ্ক এখনও বাছাই প্রক্রিয়ার মোড সম্পর্কে সিদ্ধান্ত নেয়নি। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে ব্যাঙ্ক নির্বাচনের মোড সম্পর্কে সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে লক্ষ্য রাখতে হবে। যেখানে আগামী দিনে এই বিষয়ে আপডেট তুলে ধরবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।সেই ক্ষেত্রে লিখিত , কম্পিউটার ও পার্সোনাল ইন্টারভীিউ হবে কিনা তা জানিয়ে দেওয়া হবে। আর লিখিত পরীক্ষা হলেও সেগুলিতে নেগেটিভ মার্কিম থাকবে কিনা তাও বলে দেবে সাইট।