Bhopal Cricket Tournament: ম্যাচের সেরার পুরস্কার ৫ লিটার পেট্রোল!
চড়ছে দাম। প্রত্যেক দিনই সর্বোচ্চ দামের নিরিখে নতুন নতুন রেকর্ড গড়ছে পেট্রোল। এবার তাই ম্যাচের সেরা হওয়ার পুরস্কার হয়ে দাঁড়াল মহামূল্য় পেট্রোল!
নয়াদিল্লি: চড়ছে দাম। প্রত্যেক দিনই সর্বোচ্চ দামের নিরিখে নতুন নতুন রেকর্ড গড়ছে পেট্রোল। এবার তাই ম্যাচের সেরা হওয়ার পুরস্কার হয়ে দাঁড়াল মহামূল্য় পেট্রোল!
ঘটনাটি ভোপালের। জানা গিয়েছে, ভোপালের একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে 'ম্যান অফ দ্য ম্যাচ'-এর জন্য পুরস্কার হিসাবে ট্রফি বা নগদ অর্থ নয়, বরাদ্দ ছিল ৫ লিটার পেট্রোল! ভারতে পেট্রোল-ডিজেল যে কতটা মহার্ঘ হয়ে উঠেছে, তারই প্রমাণ যেন এই পুরস্কার৷
ভোপালের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিলেন সালাউদ্দিন আব্বাসি নামের এক খেলোয়াড়। ম্যাচের সেরা হওয়ার জন্য পাঁচ লিটার পেট্রোল পেলেন তিনি৷ মঙ্গলবার অর্থাৎ আজ ভোপালে লিটার পিছু প্রেট্রোলের দাম ৯৯ টাকা ২১ পয়সা হয়ে দাঁড়িয়েছে৷ তার মানে সালাউদ্দিনকে টুর্নামেন্টের আয়োজক কমিটি প্রায় ৫০০ টাকার কাছাকাছি দিয়েছে পুরস্কার হিসাবে৷ ট্যুইটারে সালাউদ্দিনের হাতে টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধানের ৫ লিটার পেট্রোল পুরস্কার হিসাবে তুলে দেওয়ার ছবিটি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হিসাবে পাওয়া পাঁচ লিটার পেট্রোলের জার হাতে নিয়ে হাসি মুখে পোজ দিয়েছেন সালাউদ্দিন৷ আর এই ছবি ভাইরাল হতেই হইচই শুরু হয়ে গিয়েছে।
মঙ্গলবারও সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷ এই নিয়ে তিনদিন পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে ৷ তবে গত কয়েকদিনে তরতরিয়ে বেড়েছে তেলের দাম ৷ বেশ কিছু শহরে প্রায় ১০০ টাকা হয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ কলকাতাতেও লিটারপ্রতি ৯২ টাকা হয়ে গিয়েছে পেট্রোলের দাম৷
এই পরিস্থিতিতে প্রতিবাদ জানানোর জন্য অনেকেই নিত্যনতুন পথ বেছে নিচ্ছেন। হুগলির শ্রীরামপুরে যেমন বাইক পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বার্তা দেওয়া হয়েছে, পেট্রোল কিনে বাইক চালানোর চেয়ে তা নষ্ট করে দেওয়া শ্রেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক স্কুটার চালিয়ে নবান্নে গিয়েছিলেন।
কোথাও আবার পেট্রোল পাম্পের সামনে হেলমেট খুলে ও ব্যাট তুলে সেলিব্রেশন করা হয়েছে। যেভাবে সেঞ্চুরির পর ব্যাটসম্যানরা সেলিব্রেট করেন। স্পষ্ট বার্তা, তেলের দাম একশো ছুঁই ছুঁই। তাই সেঞ্চুরির আগাম সেলিব্রেশন।
সেই তালিকায় নতুন সংযোজন হল ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হিসাবে পেট্রোল তুলে দেওয়া।