Bisleri New Boss: টাটার সঙ্গে চুক্তি বাতিল ! বিসলেরির নতুন বস হচ্ছেন রমেশ চৌহানের মেয়ে
Bisleri : টাটার সঙ্গে চুক্তি হল না প্যাকেজিং ওয়াটার কোম্পানি বিসলেরির (Bisleri)। পাশপাশি কোম্পানির দায়িত্বে এলেন বিসলেরি ইন্টারন্যাশনাল চেয়ারম্যান রমেশ চৌহানের মেয়ে জয়ন্তী চৌহান।

Bisleri International New Boss: তীরে এসে তরী ঢুবল। টাটার সঙ্গে চুক্তি হল না প্যাকেজিং ওয়াটার কোম্পানি বিসলেরির (Bisleri)। পাশপাশি কোম্পানির দায়িত্বে এলেন বিসলেরি ইন্টারন্যাশনাল চেয়ারম্যান রমেশ চৌহানের মেয়ে জয়ন্তী চৌহান। সেই কারণে প্রভাব পড়ল টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের শেয়ারে।
Bisleri New Boss: বিসলেরির চেয়ারম্যান রমেশ চৌহান ET-কে জানিয়েছেন, তাঁর মেয়ে জয়ন্তী চৌহান একটি পেশাদার ব্যক্তিদের নিয়ে কোম্পানি চালাবেন। সেই কারণে কোম্পানি বিক্রি করতে চান না তাঁরা। বর্তমানে জয়ন্তী চৌহান কোম্পানির ভাইস চেয়ারপার্সন পদে রয়েছেন।
Bisleri New Boss: শীঘ্রই দায়িত্ব জয়ন্তী চৌহান
একট সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, জয়ন্তী চৌহান পেশাদার ব্যবস্থাপনা দলের সঙ্গে বিসলেরি চালাবেন। শীঘ্রই তাদের কোম্পানি পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। রমেশ চৌহান সম্প্রতি বিসলেরি ব্র্যান্ডকে টাটা গ্রুপের কাছে ৭০০০ কোটি টাকায় বিক্রি করতে রাজি হয়েছিলেন। যদিও প্রতিবেদনে বলা হয়েছে, প্রোমোটাররা ভবিষ্যতে চাইলে চুক্তি নাও করতে পারেন, সেই বিকল্প দেওয়া হয়েছিল ক্লজে।
Tata Group News: টাটা গ্রুপের সঙ্গে কোনও চুক্তি হয়নি
টাটা গ্রুপ ১৭ মার্চ জারি করা একটি বিবৃতিতে জানিয়েছিল, বিসলেরি কেনার জন্য কোনও চুক্তি হয়নি। টাটার ভোগ্যপণ্য সংস্থা এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই কথা জানিয়েছে। সংস্থা জানিয়েছে, বিসলেরির সঙ্গে আলোচনা বন্ধ রয়েছে, যে কারণে কোনও চুক্তিই হয়নি।
Tata Bisleri Contract: কেন টাটা গ্রুপের সঙ্গে চুক্তি হল না বিসলেরির ?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, টাটা গ্রুপ গত দু-বছর ধরে চুক্তি নিয়ে চৌহান পরিবারের সঙ্গে কথা বলছিল। গত সপ্তাহে আলোচনার আহ্বান জানানো হলেও চুক্তিতে সম্মত হয়নি বিসলেরি। রিপোর্ট বলছে, রমেশ চৌহান বিসলেরি টাটার কাছে বিক্রি করতে চাননি।
জয়ন্তী এই ব্র্যান্ডের বিসলেরি সামলাচ্ছেন
জয়ন্তী চৌহান গত কয়েক বছর ধরে বিসলেরির পোর্টফোলিও ব্র্যান্ড বেদিকার সাথে যুক্ত। সাম্প্রতিক বছরগুলিতে, তিনি এর প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই কারণে বিসলেরির দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে জয়ন্তীকে।
শেয়ার বাজারে গত সপ্তাহ ধরেই এই চুক্তির প্রভাব পড়ে। টাটা কনজিউমাররের শেয়ারে পতন দেখা যায় এই চুক্তির আবহে। ১৭ তারিখ টাটা চুক্তির বিষয়ে খোলসা করায় পতন হয় শেয়ারে। অতীতে এই চুক্তি ঘিরে অনেকটাই ওপরে উঠেছিল টাটা কনজিউমারসের শেয়ারের দর।
আরও পড়ুন : Cyber Crime : প্রতারণার নতুন ছক, হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে চাকরির 'টোপ'






















