Jahangirpur: দিল্লি-হিংসার মূল চক্রী আনসারের সঙ্গে ‘বিজেপি-যোগ’, তৃণমূল নেতাদের ট্যুইটে বিতর্ক
Jahangirpur News: ট্যুইট করেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), ইন্দ্রনীল সেন, সুজিত বসু, সমীর চক্রবর্তী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আনসারের বিজেপি সখ্যের সপক্ষে একাধিক ছবি তৃণমূল
কলকাতা: দিল্লি-হিংসার মূল চক্রী আনসারের সঙ্গে ‘বিজেপি-যোগ’! তৃণমূলের (TMC) একাধিক নেতার ট্যুইট ঘিরে নতুন বিতর্ক। ট্যুইট করেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), ইন্দ্রনীল সেন, সুজিত বসু, সমীর চক্রবর্তী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আনসারের বিজেপি সখ্যের সপক্ষে একাধিক ছবি তৃণমূল নেতাদের ট্যুইটে। বিজেপির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত আনসার, এমনই অভিযোগ এনেছেন তৃণমূল নেতারা।
আজ দিল্লিতে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনায় দিল্লিতে যাচ্ছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, অপরূপা পোদ্দার, শতাব্দী রায়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম জাহাঙ্গিরপুরীর বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। ঘুরে দেখবেন এলাকা। তৃণমূলের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সফরের তদারকির দায়িত্বে রয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এর আগে রামপুরহাট এবং হাঁসখালিকাণ্ডে রাজ্য ঘুরে গেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট
‘বাংলায় (West Bengal) জারি হোক রাষ্ট্রপতি শাসন (Presidents' Rule)’, হাঁসখালিকাণ্ডে (Hanskhali) বিজেপির (BJP) ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে এই দাবিই জানানো হল। হাঁসখালিকাণ্ডে বিজেপির এই রিপোর্টে সুপারিশ করা হয়েছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাড়তে থাকা ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ৩৫৫ এবং ৩৫৬ ধারা কার্যকর করা অত্যন্ত প্রয়োজন।
সূত্রের খবর, এই রিপোর্ট নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনেরও দ্বারস্থ হতে পারে বিজেপি।
৩৫৫, ৩৫৬ ধারা জারির দাবি বিজেপির
বিজেপি বিধায়ক ও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরীর দাবি, ‘এটা মানুষের আওয়াজ। মানুষ চাইছে ৩৫৫ হোক, ৩৫৬ হোক জারি করা হোক। মানুষ তো ধারা বোঝে না, মানুষ শান্তি চায়।’
বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘৩৫৫-৩৫৬-র কথা শুধু আমরা বলছি না, সব বিরোধী দল বলছে। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে এছাড়া কোনও পথ নেই।’