Rajya Sabha Election: রাজ্যসভা নির্বাচনে ১৬ প্রার্থীর নাম প্রকাশ বিজেপি-র, রয়েছেন নির্মলা, পীযূষ, নেই নকভি
BJP Rajya Sabha Candidates: নাম নেই কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভির। শীঘ্রই তাঁর মেয়াদ শেষ হতে চলেছে।
নয়াদিল্লি: আসন্ন রাজ্যসভা নির্বাচনের (Rajya Sabha Election 2022) প্রার্থিতালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। মোট ১৬ জনের নামের তালিকা প্রকাশ করেছে তারা। তাতে নাম রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) এবং কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের (Piyush Goyal)। নির্মলাকে কর্নাটক থেকে এবং পীযূষকে মহারাষ্ট্র থেকে মনোনীত করেছে বিজেপি।
রাজ্যসভা নির্বাচনে ১৬ জনের নামপ্রকাশ বিজেপি-র
বর্তমানে রাজ্যসভায় বিজেপি-র দলনেতা পীযূষ। গ্রাহক পরিষেবা এবং বস্ত্রমন্ত্রকও সামলান তিনি। অর্থের পাশাপাশি কর্পোরেট বিভাগ সামলান নির্মলা। তবে এই তালিকায় উল্লেখযোগ্য ভাবে নাম নেই কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভির (Mukhtar Abbas Naqvi)। শীঘ্রই তাঁর মেয়াদ শেষ হতে চলেছে। কিন্তু রাজ্যসভার জন্য তাঁর নামের উল্লেখ আপাতত নেই তালিকায়।
জুলাই মাসে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাজ্যসভা নির্বাচন হতে চলেছে। দেশের ১৫টি রাজ্যের ৫৭টি আসনে আগামী ১০ জুন নির্বাচন হবে বলে ঠিক হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশে আসনসংখ্যা সবচেয়ে বেশি, ১১টি। সেখান থেকে লক্ষ্মীকান্ত বাজপেয়ী, রাধামোহন আগরওয়াল, সুরেন্দ্র নিষাদ, দর্শনাসিংহ, সঙ্গীতা যাদবকে মনোনীত করা হয়েছে আপাতত।
भारतीय जनता पार्टी की केंद्रीय चुनाव समिति ने विभिन्न राज्यों में होने वाले आगामी राज्य सभा द्विवार्षिक चुनाव 2022 के लिए निम्नलिखित नामों पर अपनी स्वीकृति प्रदान की है। pic.twitter.com/LUBrhkXGHN
— BJP (@BJP4India) May 29, 2022
মহারাষ্ট্রে পীয়ূষের পাশাপাশি আপাতত অনিল বোন্দের নাম মনোনীত করা হয়েছে। তামিলনাড়ুতে ছ’টি আসনে নির্বাচন। সেখান থেকে এখনও কাউকে মনোনীত করেনি বিজেপি।
এ ছাড়াও, বিহারের পাঁচটি, কর্নাটক, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশের তিনটি করে আসনে নির্বাচন। মধ্যপ্রদেশ, ওড়িশা এবং পঞ্জাবের দু’টি করে আসনে নির্বাচন হতে চলেছে। ঝাড়খণ্ড, হরিয়ানা, ছত্তীসগড়, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ডের একটি করে আসনে নির্বাচন।
একাধিক রাজ্যে এখনও প্রার্থী দেওয়া বাকি
রাজস্থান থেকে ঘনশ্যাম তিওয়ারি, উত্তরাখণ্ড থেকে কল্পনা সাইনি, বিহার থেকে সতীশচন্দ্র দুবে, শম্ভুশরণ পটেল, হরিয়ানা থেকে কৃষ্ণলাল পানওয়ার, মধ্যপ্রদেশ থেকে কবিতা পতিদার, কর্নাটক থেকে জগ্গেশের নামও রয়েছে বিজেপি-র তালিকায়। যে ৫৭টি আসনে নির্বাচন হতে চলেছে, তার মধ্যে ২৩টি আসন বর্তমানে বিজেপি-র দখলে রয়েছে। আটটি রয়েছে কংগ্রেসের দখলে।
আরও পড়ুন: Caste Census: জাতিভিত্তিক জনগণনার দাবিতে সুর চড়াল তৃণমূল, পাল্টা তোপ বিজেপির