(Source: ECI/ABP News/ABP Majha)
By Poll Celebration : উপনির্বাচনে একতরফা লিড তৃণমূলের, করোনা-আবহে বিজয় উৎসবে নিষেধাজ্ঞা কমিশনের
By Poll No victory procession: ‘ফল ঘোষণার পর বিজয় মিছিল করা যাবে না। সার্টিফিকেট নেওয়ার সময় জয়ী প্রার্থীর সঙ্গে ২ জনের বেশি নয়’ জানাল কমিশন।
নয়াদিল্লি : আজ দেশের ৩টি লোকসভা ও ২৯ বিধানসভার ভোটগণনা হচ্ছে। ১৩টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলিতে গত ৩০ অক্টোবর উপনির্বাচন হয়েছে। ৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে দাদরা ও নগর হাভেলি, মধ্যপ্রদেসের খাণ্ডোয়া ও হিমাচল প্রদেশের মান্ডি। যে ২৯টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে তার মধ্যে রাজ্যেরও চারটি কেন্দ্র রয়েছে। ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে নির্বাচনের এক-একটি রাউন্ডের ফল। বিচ্ছিন্নভাবে ধরা পড়ছে এগিয়ে থাকা দলগুলির উচ্ছ্বাসের ছবি। উড়ছে গুলাল।
কিন্তু উচ্ছ্বাসের মাঝে যেন করোনাবিধি যেন না ভুলে যায় মানুষ, সেই বিষয়ে সতর্ক করল কমিশন। স্পষ্ট জানিয়ে দিল, ‘ফল ঘোষণার পর বিজয় মিছিল করা যাবে না। সার্টিফিকেট নেওয়ার সময় জয়ী প্রার্থীর সঙ্গে ২ জনের বেশি নয়’
No victory procession after counting permissible. Not more than 2 persons allowed to accompany the winning candidate or his/her authorised representative receives certification of election from Returning Officer concerned: EC
— ANI (@ANI) November 2, 2021
Counting underway for by-polls to various states/UTs. pic.twitter.com/DECzcT5Amq
আজ পশ্চিমবঙ্গ ছাড়াও ১২ রাজ্যে ১ কেন্দ্রশাসিত অঞ্চলের ২৫ আসনে ভোট। অসমের ৫ আসনে এগিয়ে বিজেপি। মধ্যপ্রদেশের ৩ আসনে এগিয়ে বিজেপি। রাজস্থান, কর্ণাটকের ১টি করে আসনে এগিয়ে কংগ্রেস। তেলেঙ্গনায় এগিয়ে BJP। কর্ণাটকের সিন্দগিতে এগিয়ে বিজেপি, হাঙ্গলে এগিয়ে কংগ্রেস। মধ্যপ্রদেশের ৩টি আসনেই এগিয়ে বিজেপি। তেলঙ্গানার হুজুরাবাদে এগিয়ে টিআরএস। দাদরা-নগর হাভেলিতে এগিয়ে বিজেপি। হিমাচলের মান্ডি, মধ্যপ্রদেশের খাণ্ডোয়ায় এগিয়ে বিজেপি। অন্যদিকে , ৪ কেন্দ্রেই গণনায় একতরফা লিড তৃণমূলের। দিনহাটায় উধাও নিশীথ ম্যাজিক। উড়ছে সবুজ আবির।
By-election to Assembly constituencies across 14 states | TMC leading on all 4 seats in West Bengal. pic.twitter.com/WSZYXjG5Jq
— ANI (@ANI) November 2, 2021