Tamil Nadu Chopper Crash: তামিলনাড়ুর কুন্নুরে বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় মৃত ৪
Chopper Crash in Ooty Tamil nadu: বিপিন রাওয়াত (Bipin Rawat) সহ কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও। বেলা ১২.৪০ জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল বায়ুসেনার কপ্টার।
চেন্নাই: তামিলনাড়ুর (Tamilnadu) কুন্নুরে (Coonoor) বায়ুসেনার এমআই-17 কপ্টার ভেঙে পড়ার ঘটনায় মৃত ৪। ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ জখম ৩ জন। কপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম সিডিএস বিপিন রাওয়াত।
তামিলনাড়ু-কর্ণাটক সীমানায় নীলগিরিতে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। বিপিন রাওয়াত (Bipin Rawat) সহ হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও। বেলা ১২.৪০ বিপিন রাওয়াতকে নিয়ে জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল সেনার কপ্টার। ভেঙে পড়ার পর বায়ুসেনার হেলিকপ্টারে আগুন ধরে যায়। কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ বায়ুসেনার। কপ্টারে ছিলেন নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, কপ্টারে ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল।
এই ঘটনার পরই ট্যুইট করেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তিনি লেখেন, "প্রার্থনা করি, সুরক্ষিত রয়েছেন সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং কপ্টারের বাকি যাত্রীরা।''
Hoping for the safety of CDS General Bipin Rawat, his wife and others onboard the chopper.
— Rahul Gandhi (@RahulGandhi) December 8, 2021
Prayers for speedy recovery.
এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হল সিডিএস বিপিন রাওয়াতকে (Bipin Rawat)। দুর্ঘটনাগ্রস্ত বায়ুসেনার কপ্টারে সিডিএস রাওয়াত-সহ ১৪ জন ছিলেন।হাসপাতালে ভর্তি ৮ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩ জনের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে। কোয়ম্বাত্তুর থেকে কুন্নরে পাঠানো হল ৬ চিকিত্সকের মেডিক্যাল টিমকে। প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) গোটা বিষয়টি জানালেন প্রতিরক্ষামন্ত্রী। সংসদে বিবৃতি দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী। দুর্ঘটনাস্থলেও যেতে পারেন রাজনাথ সিংহ (Rajnath Singh)। কোয়ম্বাত্তুর যাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Chopper Crash Ooty: তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, সওয়ার ছিলেন বিপিন রাওয়াত