Mamata Mumbai Visit: প্রধানমন্ত্রী কে হবেন সেটা বড় বিষয় নয়, গণতন্ত্র রক্ষাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ: মমতা
সকাল থেকেই ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Cm Mamata Banerjee)। এ দিন দুপুর ১টায় বিদ্বজনের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । সেখানেই প্রশ্ন ওঠে কে হবেন ভারতের প্রধানমন্ত্রী।
মুম্বই: ‘প্রধানমন্ত্রী কে হবেন সেটা বড় বিষয় নয়। কীভাবে গণতন্ত্র রক্ষা করা হবে সেটাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ।’ মঙ্গলবার মুম্বই-এর বৈঠকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ মুম্বই সফরের (Mumbai Visit) দ্বিতীয় দিন। সকাল থেকেই ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Cm Mamata Banerjee)।
এ দিন দুপুর ১ টায় বিদ্বজ্জনেদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সেখানেই প্রশ্ন ওঠে কে হবেন ভারতের প্রধানমন্ত্রী। সেই প্রশ্নের উত্তরেই এমন মন্তব্য করেছেন মমতা। তিনি বলেন, ‘পরিস্থিতি ঠিক করবে কে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, বিজেপিকে (BJP) বোল্ড আউট করাই প্রথম লক্ষ্য, খেলা হবে।’
এ দিন কার্যত বিজেপিকে নিশানা করে মমতার বক্তব্য, 'চরম দক্ষিণপন্থীদের হাতে আক্রান্ত দেশ। দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে আমাদের একজোট হয়ে লড়তে হবে।' পাশাপাশি কংগ্রেস (Congress) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না। আমরা বিজেপিকে জিততে দিতে পারি না।’
কী কী বললেন মমতা
- আমি কম কথা, বেশি কাজে বিশ্বাস করি
- মুম্বই ও কলকাতার মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের
- বাংলায় স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রত্যেককে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়
- বিনামূল্যে সবার জন্য শিক্ষার ব্যবস্থা আছে বাংলায়
- মহিলাদের ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছে
- বাংলায় বিনামূল্যে রেশন দেওয়া হয়
- কৃষকদের জন্যও কৃষকবন্ধু প্রকল্প চালু করা হয়েছে
- পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে
- এমএসএমই-তে বাংলা দেশের মধ্যে প্রথম
- ই-টেন্ডারিংয়ে বাংলা দেশের মধ্যে প্রথম
- পড়ুয়াদের বিনামূল্যে পোশাক, জুতো, ট্যাব দেওয়া হচ্ছে
- শিল্পীদের জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে
- মেয়েদের উচ্চশিক্ষার জন্য ২৫ হাজার টাকা দেওয়া হয়
গতকালই মুম্বই পৌঁছন তৃণমূল নেত্রী। পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আজ দুপুর ১ টায় নরিম্যান পয়েন্টের ওয়াই বি চ্যবন সেন্টারে বিদ্বজ্জনেদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী। এর পর দুপুর ৩টে নাগাদ তিনি যাবেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবন সিলভার ওকে। জাতীয় ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হবে। দিল্লির রাজনীতিতে শরদ পাওয়ারের (Sarad Power) অভিজ্ঞতা দীর্ঘদিনের।
পাশাপাশি, এনসিপি কংগ্রেসের শরিকও বটে। তাই সেই দিক থেকেও শরদ পাওয়ার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।এরপর বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী যোগ দেবেন মুম্বইয়ের একটি শিল্প সম্মেলনে। বাণিজ্যিক সংগঠন YPO আয়োজিত ওই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশের একাধিক শিল্পপতি। সেখানে উপস্থিত থেকে বাংলার জন্য বিনিয়োগ টানাই হবে মুখ্যমন্ত্রীর লক্ষ্য।
এ প্রসঙ্গে উল্লেখ্য, শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এনসিপি (NCB) নেতা নবাব মালিক (Nawab Malik)। কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী (BJP) জোট সম্ভব নয়। জল্পনা উসকে নবাব মালিকের মন্তব্য, মেঘালয়ে কয়েকজন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল (TMC) গোয়াতেও গিয়েছে। সব রাজনৈতিক দলেরই সংগঠন বিস্তারের অধিকার রয়েছে। তবে আমরা মনে করি, কংগ্রেসকে বাইরে রেখে বিজেপি-বিরোধী কোনও জোট সম্ভব নয়। আমাদের নেতা শরদ পাওয়ার একাধিকবার এই কথা বলেছেন। ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্য গড়ে তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তবে তাঁর মুম্বই সফর চলাকালীন এই মন্তব্য করে বিরোধী জোট নিয়ে বিতর্ক উসকে দিলেন এনসিপি নেতা নবাব মালিক।