Rahul Gandhi: KG থেকে PG বিনামূল্যে শিক্ষার সুযোগ সকলকে, বড় ঘোষণা রাহুলের
Chhattisgarh Assembly Elections 2023: শনিবার ভানুপ্রতাপপুরে আয়োজিত জনসভায় ভাষণ দিচ্ছিলেন রাহুল।
রাইপুর: প্রত্যেক ভারতীয়ের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার পর ন'বছরের বেশি সময় কেটে গেলেও, এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি নরেন্দ্র মোদির সরকার। ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনের (Chhattisgarh Assembly Elections 2023) প্রচারে গিয়ে আবারও সেই প্রসঙ্গ উঠে এল কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর মুখে (Rahul Gandhi)। জানালেন, বিজেপি-র মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে অভ্যস্ত নন তিনি। একই সঙ্গে ছত্তীসগঢ়ে কংগ্রেস ফের ক্ষমতায় এলে, বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেওয়া হবে বলেও জানান রাহুল।
শনিবার ভানুপ্রতাপপুরে আয়োজিত জনসভায় ভাষণ দিচ্ছিলেন রাহুল। সেখানে তিনি বলেন, "বিজেপি কৃষকদের ঋণ মকুব করতে পারে না, শুধু আদানির ঋণ মকুব করতে পারেষ আমরা বলেছিলাম কৃষকদের ঋণ মকুব করা হবে, তা হয়েওছে। আবারও প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী দিনেও ছত্তীসগঢ়ের কৃষকদের ঋণ মকুব করব আমরা।"
প্রত্য়েক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এদিন সরাসরি মোদিকে খোঁচা দেন রাহুল। বলেন, "প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু কিচ্ছু করেননি। আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না। আমি যা বলি, তা করে দেখাই।" বিজেপি শুধু আদানি গোষ্ঠীকে টাকা দেয় এবং দু'-তিন জন শিল্পপতির জন্যই কাজ করে বলে এদিন দাবি করেন রাহুল।
আরও পড়ুন: Mahua Moitra: মহুয়ার আর্জিতে সায় নীতি কমিটির, ৩১ অক্টোবর নয়, ২ নভেম্বর হাজিরার নির্দেশ
রাহুলের কথায়, "কোনও সরকার চাইলে শুধুমাত্র ধনীদের পকেট ভরাতে পারে, কেউ আবার দেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। আমাদের সরকার কৃষক, শ্রমিক এবং দরিদ্র মানুষের সাহায্য় করে। বিজেপি শুধু বড় বড় কথা বলে, কিন্তু সাহায্য করে আদানিকে।" শুধু কৃষকদের ঋণ মকুবও নয়, ছত্তীসগঢ়ে ফের ক্ষমতায় এলে কংগ্রেসের সরকার ছেলেমেয়েদের বিনামূল্যে স্কুল এবং কলেজের পড়াশোনার সুযোগ করে দেবে বলেও প্রতিশ্রুতিও দেন রাহুল। (Free Education)