Hijab Row: কর্ণাটক ছাড়িয়ে অন্য রাজ্যেও ছড়াচ্ছে হিজাব-বিতর্ক, বিক্ষোভ দিল্লিতে, মহারাষ্ট্রে স্বাক্ষর সংগ্রহ অভিযান
Hijab Controversy:কর্ণাটকের উদুপির সরকারি কলেজে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে দিল্লিতে পড়িুয়াদের বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রেও হিজাবের পক্ষে শুরু হয় স্বাক্ষর সংগ্রহ অভিযান।
Hijab Controversy: দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কর্ণাটকে শুরু হয়েছে হিজাব বিতর্ক। এর রেশ এখন অন্যান্য কয়েকটি রাজ্যেও ছড়িয়ে পড়েছে। কর্ণাটকের উদুপির সরকারি কলেজে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে দিল্লিতে পড়িুয়াদের বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রেও হিজাবের পক্ষে শুরু হয়েছে স্বাক্ষর সংগ্রহ অভিযান।
কীভাবে শুরু হল হিজাব বিতর্ক?
কর্ণাটকে উদুপির একটি সরকারি প্রি-ইউনিভার্সিটি কলেজে শ্রেণীকক্ষে হিজাব পরে আসা ছাত্রীদের কলেজ চত্বরের বাইরে চলে যেতে বলা হয়। এরপরই হিজাব সংক্রান্ত বিবাদ সারা রাজ্যেই ছড়িয়ে পড়েছে। দক্ষিণপন্থী সংগঠনগুলি হিজাব পরে ছাত্রীদের ক্লাসে আসার বিরোধিতা করে। একদল তরুণ গেরুয়া উত্তরীয় পরে ক্লাসে ঢোকার চেষ্টা করেন। এরপর বিভিন্ন জায়গা থেকে কখনও পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ, কোথাও আবার অভিভাবকদের পাথর ছোড়ার ঘটনায় রাজ্য সরকারের সমস্যা বেড়েছে।
কর্ণাটকে তিন দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ
বিতর্কের পরিপ্রেক্ষিতে কর্ণাটক সরকার তিন দিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গেরুয়া উত্তরীয়ধারীদেরও শ্রেণীকক্ষে বসতে দেওয়া হচ্ছে না। আর পুরো বিষয়টিই রাজনীতির রং নিয়েছে। রাজ্য ক্ষমতাসীন বিজেপি কলেজ কর্তৃপক্ষের জারি পোশাক বিধি সমর্থন করেছে। অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, হিজাব বিবাদ তরুণ প্রজন্মের মনে বিদ্বেষ সঞ্চারের চেষ্টা।
মহারাষ্ট্রে স্বাক্ষর সংগ্রহ অভিযান
মহারাষ্ট্রে রাজধানী মুম্বইয়ের কাছে ভিওয়ান্ডিতে হিজাবের পক্ষ স্বাক্ষর সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়। এই অভিযানে অংশগ্রহণকারী মহিলাদের হাতে বাঁধা পট্টি বেঁধে হিজাবের সমর্থনে প্রচারে নামেন।
দিল্লিতে বিক্ষোভ
দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠন কর্ণাটকের কলেজে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে গতকাল বিক্ষোভ প্রদর্শন করে। মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের পক্ষ থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করা হয়। জানা গেছে, বিক্ষোভে প্রায় ৫০ জন অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারীদের অধিকাংশই মহিলা।
বিষয়টি নিয়ে কর্নাটক হাইকোর্টে একটি মামলাও দায়ের হয়েছে। সেই মামলার শুনানি হয় মঙ্গলবার। আজ মামলার শুনানি হবে। শুনানির সময় বিচারপতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানিয়েছেন।