Corona Update: করোনা নিয়ে আশঙ্কার তথ্য আইআইটি কানপুরের গবেষণায়
আবার ভয় ধরাচ্ছে করোনা। দেশে ক্রমশ ঊর্ধ্বমুখী সংক্রমণ। এই প্রেক্ষাপটে IIT কানপুরের গবেষণা বলছে, জুন মাসেই দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ!
ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দেশে কি কড়া নাড়ছে করোনার চতুর্থ ঢেউ (Forth Wave)? উদ্বেগ বাড়িয়ে IIT কানপুরের (IIT Kanpur) গবেষণা বলা হয়েছে, জুনেই তা আছড়ে পড়তে পারে। শিখরে পৌঁছবে অগাস্টে। তাণ্ডব চলতে পারে অক্টোবর পর্যন্ত।
আবার ভয় ধরাচ্ছে করোনা। দেশে ক্রমশ ঊর্ধ্বমুখী সংক্রমণ (Covid 19)। এই প্রেক্ষাপটে IIT কানপুরের (IIT Kanpur) গবেষণা বলছে, জুন মাসেই দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ! উদ্বেগ বাড়িয়ে রিপোর্টে বলা হয়েছে, অগাস্টের মাঝামাঝিতে চূড়োয় পৌঁছে যেতে পারে সংক্রমণ। করোনার চতুর্থ ঢেউয়ের তাণ্ডব চলতে পারে অক্টোবর পর্যন্ত!
গাণিতিক গবেষণার মধ্যে দিয়ে কানপুর আইআইটির (IIT Kanpur) রিপোর্টে বলা হয়েছে, ২০২০-র ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। সেদিন থেকে ৯৩৬ দিন অর্থাৎ ২ বছর ১০ মাস পর আছড়ে পড়বে চতুর্থ ঢেউ।
করোনার চতুর্থ ঢেউয়ের ক্ষেত্রে আফ্রিকার জিম্বাবোয়ের সঙ্গে ভারতের মিল পাচ্ছেন গবেষকরা। প্রশ্ন উঠেছে তাহলে কি দ্বিতীয় ঢেউয়ের মতো প্রাণঘাতী ও সংক্রামক হিসেবে আছড়ে পড়বে চতুর্থ ঢেউ? তৃতীয় ঢেউয়ের মতো ঝড়ের গতিতে ছড়াবে সংক্রমণ?
IIT কানপুরের গবেষণায় এই সম্পর্কে তথ্য উঠে না এলেও, রিপোর্টে বলা হয়েছে, ভ্যাকসিনেশন, বুস্টার ডোজের উপর পরিস্থিতি অনেকটা নির্ভর করছে।
চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলছেন, এই মুহূর্তে মাত্র ১.৮ শতাংশ বুস্টার ডোজ পেয়েছে। এদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা আছে। ওমিক্রনের ক্ষেত্রে তাই দেখা গেছে। ওমিক্রনের ক্ষেত্রেও তাই দেখা গেছে। আগামী ১-দেড় মাসের মধ্যে প্রিকশন ডোজ না নিতে পারি তাহলে সমস্যা।
বিশেষজ্ঞদের একাংশের মতে, চতুর্থ ঢেউ এখনই চলে এসেছে। সব মিলিয়ে করোনার চতুর্থ ঢেউ নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ।
উল্লেখ্য, গতকাল আরও বেড়েছে করোনায় (Corona) দৈনিক আক্রান্তের (Corona Cases) সংখ্যা। ধীরে হলেও ধারাবাহিকভাবে দেশে (India Corona) বেড়ে চলেছে সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, ওই ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৯৩ জন।
তার আগের দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫২৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৩। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ১৯৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৫৭ হাজার ৫৪৫। অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লক্ষ ১৬ হাজার ৭২৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৯১ লক্ষ ১৩ হাজার ৭৪৭।