IIM Ahmedabad : এবার করোনার কবলে আইআইএম আমদাবাদ, সংক্রমিত ৬৭ জন ছাত্র
IIM Ahmedabad : গত ১০ দিনে তাঁরা আক্রান্ত হয়েছেন বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সূত্রের খবর।
আমদাবাদ : করোনার 'হানা' এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে (Indian Institute of Management)। আমদাবাদ আইআইএম-এ করোনায় সংক্রমিত ৬৭ জন ছাত্র। গত ১০ দিনে তাঁরা আক্রান্ত হয়েছেন বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সূত্রের খবর।
এদিকে গুজরাটের স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৭ জন সংক্রমিত হয়েছেন। এই সময়পর্বে করোনামুক্ত হয়েছে ১ হাজার ৫৩৯ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৪৬৯ জন। এপর্যন্ত রাজ্যে মোট ৮,২৫,৭০২ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং মোট মৃতের সংখ্যা ১০,১৩০।
গুজরাতে এই মুহূর্তে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২৬৪। করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Union Health Minister Mansukh Mandaviya) গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ এবং মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে সেখানকার কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখতে বলা হয়েছে।
আরও পড়ুন ; ফেব্রুয়ারির প্রথম পক্ষের মধ্যে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ, সতর্কবার্তা মাদ্রাজ আইআইটি-র
এদিকে সম্প্রতি খড়গপুর আইআইটি-তে (Kharagpur IIT) ফেরে মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone)। নিত্যপ্রয়োজনীয় দোকান (Essential Commodity Shop) ছাড়া বন্ধ করে দেওয়া হয় বাজার (Market)। আইআইটি-র শতাধিক পড়ুয়া করোনায় (Coronavirus) আক্রান্ত হন। ১২ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পাসে জারি কড়া বিধিনিষেধ।
এছাড়া গুয়াহাটি আইআইটি ক্যাম্পাসকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয় সম্প্রতি। আক্রান্ত হন পড়ুয়া-সহ ৬০ জন।
প্রসঙ্গত, আইআইটি মাদ্রাজের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, দেশে করোনার তৃতীয় ঢেউ শিখর ছুঁতে পারে ১ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে। 'আর শূন্য' বা 'আর ০' ভ্যালু ইঙ্গিত দেয় যে,কোনও সংক্রমিত ব্যক্তি কতজনের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। এই হার একের নিচে চলে গেলে মহামারীর অন্ত হিসেবে মনে করা হয়ে থাকে।