Corona Vaccine এবার হোয়াটসঅ্যাপেই বুক করে ফেলুন আপনার ভ্যাকসিনেশন স্লট, জানুন পদ্ধতি
"Send 'Book Slot' এই কথাটি টাইপ করে পাঠিয়ে দিতে হবে MyGovIndia Corona Helpdesk-এর নম্বরে
নয়াদিল্লি: ভ্যাকসিন নিতে চান ? অথচ ইন্টারনেট ব্যবহার করে CoWIN এ গিয়ে স্লট বুক করতে পারছেন না? ঘাবড়ে যাচ্ছেন ? তাহলে আপনার জন্য সুখবর। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই ভ্যাকসিনেশনের স্লট বুক করতে পারবেন । হোয়াটসঅ্যাপে MyGov করোনা হেল্পডেস্ক-এ গিয়ে নিকটস্থ টিকা কেন্দ্র খুঁজে বের করে, যে কেউ ভ্যাকসিনের ফেসবুক করতে পারেন। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন এই কথা। তিনি জানান, টিকা দানের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হল । নাগরিকদের সুবিধার্থে এখন আপনার ফোনে সহজেই কোভিড ১৯ এর টিকার স্লট বুক করুন। হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে তাদের এই পার্টনারশিপের কথা। যার মাধ্যমে হোয়াটসঅ্যাপের মারফতই পছন্দের ভ্যাকসিন-স্লট বুক করতে পারবেন।
"Send 'Book Slot' এই কথাটি টাইপ করে পাঠিয়ে দিতে হবে MyGovIndia Corona Helpdesk-এর নম্বরে। এরপরে আসবে আপনার কাছে একটি ওটিপি OTP। এরপর নির্ধারিত স্টেপ অনুসরণ করে আপনি আপনার পছন্দমত স্লট বুকিং করতে পারবেন। কোন নাম্বারে পাঠাতে হবে এই মেসেজ জেনে নিন ।
+91 9013151515 এই নাম্বারটা আপনার কন্ট্যাক্ট সেভ করুন। এরপর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মারফত মেসেজ পাঠান। তারপর আপনার কাছে আসবে একটি ৬ ডিজিটের ওটিপি ।আপনি আপনার পছন্দমত তারিখ, এলাকা, পিনকোড ও কী ভ্যাকসিন নিতে চান পছন্দ করুন । সব হয়ে গেলে একটি কনফার্মেশনের মেসেজ পাবেন। টিকাকরণের স্লট বুক করা হয়ে গেল।
আগে এই পরিষেবা উপলব্ধ ছিল না শুধুমাত্র CoWIN অ্যাপ ব্যবহার করে ভ্যাকসিন বুক করা যাচ্ছিল। করোনার তৃতীয় ঢেউ এর কথা চিন্তা করে সরকারের নতুন উদ্যোগ নিয়েছে, যাতে করে অতি সহজেই যে কেউ ভ্যাকসিন স্লট বুক করতে পারেন ।
করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকূটি রয়েছে। অক্টোবরেই পৌঁছতে পারে শিখরে। প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে এই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই পরিস্থতিতে করোনা মোকাবিলায় টিকাকরণ অতি জরুরি, একথা প্রায় সকলেরই জানা। কিন্তু, এই আশঙ্কার মধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের একটি রিপোর্ট চিন্তা আরও বাড়াচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট তুলে ধরে বিভিন্ন সংবাদ মাধ্য়মে খবর, প্রথম ডোজ নেওয়ার পর ১৬ সপ্তাহ কেটে গেলেও এখনও করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নেওয়া হয়নি কমপক্ষে ১.৬ কোটি ভারতীয়র।