(Source: ECI/ABP News/ABP Majha)
Coronavirus Cases Today: দেশে ফের বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু
Coronavirus Cases Today:বিগত কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী ছিল করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু। এদিন সেই ধারায় ছেদ পড়ল। বেশ কিছুদিন পর বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।
নয়াদিল্লি: দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের ২০০ পার। বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৫৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৯১৫। দেশে একদিনে মৃত্যু হয়েছে ২২৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৮০।
বিগত কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী ছিল করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু। এদিন সেই ধারায় ছেদ পড়ল। বেশ কিছুদিন পর বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৪ হাজার ২৪৬ জনের। মোট আক্রান্ত ৪ কোটি ২৯ লক্ষ ৩৮ হাজার ৫৯৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমেছে। দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৮৫,৬৮০। পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪ কোটি ২৩ লক্ষ ৩৮ হাজার ৬৭৩।
দেশব্যাপী টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত প্রায় ১৭৭ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গেও গতকাল ফের বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। তবে আগের তুলনায় রাজ্যে (West Bengal) অনেকটাই কমেছে করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য় দফতরের (Department of Health & Family Welfare, West Bengal) প্রকাশিত বুলেটিন অনুযায়ী ,গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৪৬ জন। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৯। সোমবারের তুলনায় সংক্রমণ বাড়লেও ২০ হাজারের কোটা থেকে পরিসংখ্যানটা ১০০-র ঘরে নামায় কার্যত স্বস্তি মিলেছে। সরকারি হিসেবে এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০,১৫,২৫৩ জন। ১ মার্চ রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৪০৮ জন।এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। যদিও সোমবারের পরিসংখ্যান অনুযায়ী. গোটা রাজ্যে একদিনে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১ জন।