Coronavirus in India: "করোনাভাইরাসও একটা জীব, তারও বেঁচে থাকার অধিকার আছে", মন্তব্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর
তাঁর মতে, নিজেদের সুরক্ষিত রাখতে সকলের উচিত এই ভাইরাস থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা
দেরাদুন: করোনার মারণ থাবায় নাজেহাল মানুষ। মৃত্যুর মিছিল থামার কোনও লক্ষণ নেই। গণচিতায় পরিণত হচ্ছে একের পর এক শ্মশান। চারিদিকে স্বজন হারানোর আর্তনাদ।
এমন একটা সময় যখন মারণ করোনাভাইরাসের মোকাবিলা করতে কার্যত দিশেহারা দেশ থেকে বিশ্ব, ঠিক সেই সময়ে ভাইরাসের "বেঁচে থাকার অধিকার" নিয়ে মুখ খুললেন দেশের এক রাজনীতিবিদ।
হ্যাঁ, ঠিকই পড়ছেন। ভাইরাসের বেঁচে থাকার অধিকার! বৃহস্পতিবার এমন মন্তব্যই করেছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত।
গতকাল, করোনাকে "জীব" হিসেবে উল্লেখ করে রাওয়াত জানান, ভাইরাসেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। তিনি বলেন, দার্শনিক দিক দিয়ে দেখলে বলা যায়, করোনাভাইরাসও একটা জীবিত পদার্থ। আমাদের মতো তারও বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু, আমরা, মানুষরা নিজেদের সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করি। তাই ওদের নিকেষ করতে নেমে পড়েছি। এই কারণেই, মিউটেশনের মাধ্যমে ভাইরাস প্রতিনিয়ত নিজের চরিত্র ও বৈশিষ্ট্য় বদল করছে।
যদিও, তিনি যোগ করেন, নিরাপদ থাকতে মানুষের অবশ্যই উচিত এই ভাইরাসকে খতম করা। তাঁর মতে, নিজেদের সুরক্ষিত রাখতে সকলের উচিত এই ভাইরাস থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা।
এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, নেটিজেনরা রাওয়াতকে ট্রোল করা শুরু করে দেন। দেশ যখন করোনা মোকাবিলার সব পন্থা অবলম্বন করছে, তখন এধরনের অদ্ভূত ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচিত হন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এক নেটিজেন বলেন, এই ভাইরাসকে সেন্ট্রাল ভিস্তায় আশ্রয় দেওয়া উচিত।
ভারতে এখনও ভয়ঙ্কর করোনা পরিস্থিতি। দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ ছুঁইছুঁই। দৈনিক মৃতের সংখ্যাও ৪ হাজারের নীচে নামেনি। তবে গতকালের তুলনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা সামান্য কমেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪০ লক্ষ ৪৬ হাজার ৮০৯ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে, ৪ হাজার জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৬২ হাজার ৩১৭ জনের।