Covid 19 Cases India: দেশে ৩ শতাংশ কমল করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ল মৃত্যু
Corona Update: দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমল। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৬১,৩৮৬ জন। গতকালের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ শতাংশ কম।
নয়াদিল্লি: দেশে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে ৩ শতাংশ কমল। গতকাল নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ১.৬৭ লক্ষ জন। আজ করোনা আক্রান্তের সংখ্যা ১,৬১,৩৮৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,১৬,৩০,৮৮৫। এখন দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ১৬,২১,৬০৩। সুস্থ হয়ে উঠেছেন ৩,৯৫,১১,৩০৭ জন।
গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ১,১৯২। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,৭৩৩ জনের। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট ৪,৯৭,৯৭৫ জনের।
স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে গতকালের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি পজিটিভিটি রেটও (Positivity Rate) কিছুটা কমেছে। গতকাল পজিটিভিটি রেট ছিল ১১.৬ শতাংশ। আজ সেখানে পজিটিভিটি রেট ৯.২৬ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১৪.১৫ শতাংশ। এখনও পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়েছে ১৬৭.২৯ কোটি ডোজ। ১৮ বছরের ঊর্ধ্বে ৭৫ শতাংশেরও বেশি নাগরিক করোনার টিকার জোড়া ডোজ পেয়েছেন। ১৮ বছরের কমবয়সিদেরও করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। চিকিৎসকদের মতে, সংক্রমণ ঠেকানোর উপায় হল করোনাবিধি মেনে চলা এবং টিকা নেওয়া।
এদিকে, রাজ্যে টানা ১৮ দিন তিরিশের উপরেই মৃত্যু। গতকালের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে ২ হাজার ১৪ জন সংক্রমিত। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে এবং ২৩৪ জন সংক্রমিত হয়েছেন। কলকাতায় একদিনে ২৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৬ জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৩ জনের মৃত্যু হয়েছে। দার্জিলিঙে একদিনে ২ জনের মৃত্যু হয়েছে এবং ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৬ লক্ষ ৮৫ হাজার ১০০ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ কোটি ১১ লক্ষ ৫৭ হাজার ২৯৫।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )