Goa Coronavirus Crisis: রাজ্যে এক রাতে সরকারি হাসপাতালে ২৬ রোগীর মৃত্যু, কী বললেন মুখ্যমন্ত্রী ?
'' এই মুহূর্তে গোয়ায় মেডিক্যাল অক্সিজেনের কোনওরকম ঘাটতি নেই ।সমস্যা হল, ঠিকঠাক সময় ঠিকঠাক জায়গায় না পৌঁছানোর '
![Goa Coronavirus Crisis: রাজ্যে এক রাতে সরকারি হাসপাতালে ২৬ রোগীর মৃত্যু, কী বললেন মুখ্যমন্ত্রী ? Coronavirus Update: 26 COVID-19 patients die at government hospital for lack of oxygen supply, says Goa CM Goa Coronavirus Crisis: রাজ্যে এক রাতে সরকারি হাসপাতালে ২৬ রোগীর মৃত্যু, কী বললেন মুখ্যমন্ত্রী ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/ceafc348b03c64b298349b313ea2ded7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পানাজি : অক্সিজেন সঙ্কট তুঙ্গে সারা দেশে। এরই মধ্যে গোয়ার এক হাসপাতালে সোমবার মাঝ রাতে ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা। মঙ্গলবার গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানান, গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে এক রাতের মধ্যে।
সেই সঙ্গে তিনি জানান, সারা রাজ্যে অক্সিজেনের কোনও ঘাটতি না থাকা সত্ত্বেও ওই হাসপাতালে একসঙ্গে কেন এতজন মারা গেলেন, তা নিয়ে তদন্ত করুক আদালত। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হলেও, তাঁর ধারণা প্রয়োজনের সময় করোনা ওয়ার্ডে পৌঁছায়নি অক্সিজেন।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গতকাল রাত থেকে ভোর ৬ টার মধ্যে ২৬ জনের মৃত্যু হয় । গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত ( Pramod Sawant ) সকালে হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, সম্ভবত ওই হাসপাতালে অক্সিজেনের যোগান ও করোনা ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ সংক্রান্ত কোনও সমস্যা হয়ে থাকতে পারে। সেই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে রাজ্যে অক্সিজেনের যোগানের কোনও সমস্যা নেই ।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী রানে বলেন, সোমবার হাসপাতলে মেডিক্যাল কলেজে অক্সিজেনের ঘাটতি দেখা গিয়েছিল। তিনি বলেন, কেন ওই সময়ে এত রোগী একসঙ্গে মারা গেলেন, তা নিয়ে হাইকোর্টের তদন্ত করা প্রয়োজন। ঘটনার পিছনে আসল কারণ সামনে আসা দরকার।
রানে আরও বলেন ওই হাসপাতালে সোমবার ১২০০ টি সিলিন্ডারের প্রয়োজন ছিল। কিন্তু মাত্র ৪00 টিই সরবরাহ করা যায়। যদি মেডিক্যাল অক্সিজেনের ঘাটতির জন্য এই ঘটনাটি ঘটে থাকে তাহলে আলোচনা করে দেখতে হবে কীভাবে এই ঘাটতি মেটানো সম্ভব ।
মঙ্গলবার সকালেই গোয়ার মুখ্যমন্ত্রী পিপিই পরে হাসপাতাল পরিদর্শন করেন । সেখানে তিনি করোনা রোগী ও আত্মীয়দের সঙ্গে কথা বলেন । তিনি আরও বলেন এই মুহূর্তে গোয়ায় মেডিক্যাল অক্সিজেনের কোনওরকম ঘাটতি নেই ।সমস্যা হল, ঠিকঠাক সময় ঠিকঠাক জায়গায় না পৌঁছানোর।এই ব্যাপারে তৎপর হবে সরকার বলেন মুখ্যমন্ত্রী ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)