![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
India Covid Update: দৈনিক আক্রান্তে উদ্বেগ, চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুও
Coronavirus Update: দেশের দৈনিক কোভিড সংক্রমণের ছবি বাড়াচ্ছে উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কুড়ি হাজারের বেশি।
![India Covid Update: দৈনিক আক্রান্তে উদ্বেগ, চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুও coronavirus update india jumps to 20551 new covid cases 70 deaths in 24 hours India Covid Update: দৈনিক আক্রান্তে উদ্বেগ, চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/01/a8edbb31871f1cfa343461df0ea96c2c1659376513_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ফের কুড়ি হাজার পার করল দেশের দৈনিক কোভিড (Covid) সংক্রমণ। এক লক্ষের উপরে রয়েছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশের দৈনিক কোভিড সংক্রমণের ছবি বাড়াচ্ছে উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় প্রায় হাজারের কাছাকাছি বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা।
দেশের কোভিড-গ্রাফ:
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫১ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৮৯৩।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭০ জনের।
- গতকাল দেশে দৈনিক কোভিড-মৃত্যুর সংখ্যা ছিল ৫৩।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৬০০ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৫৮৮।
- দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়ে ১ লক্ষ ৩৫ হাজার ৩৬৪-তে।
- গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২১ হাজার ৫৯৫ জন।
- দেশে এখন সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।
- দেশে দৈনিক পজিটিভিটি রেট ৫.১৪ শতাংশ।
টিকাকরণে জোর:
দেশে টিকাকরণের উপরেও জোর দেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সীদেরও দেওয়া হচ্ছে কোভিড টিকা। তার সঙ্গেই দ্রুতগতিতে চলছে বুস্টার ডোজও। কোভিডের মধ্যেই এবার চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্সও। রোগের সংক্রমণ ও ভয়াবহতার দিকটি বিচার করে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মাঙ্কিপক্সকে একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা ( Health Emergency ) হিসেবে ঘোষণা করেছে । এই পরিস্থিতিতে এই রোগের বিরুদ্ধে লড়তে আলাদা করে ব্যায় বরাদ্দ করতে পারে সরকার। অতিরিক্ত কর্মী মোতায়েনও করা হতে পারে।
আরও পড়ুন: ভয়ঙ্কর সংক্রমণ, মাঙ্কিপক্সকে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করল আমেরিকা
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)